♥ প্রেম করে বিয়ে নাকি বিয়ে করে প্রেম? ♥
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪০:০২ সকাল
প্রেম শব্দটা শুনলে কারো কারো গা জ্বালা করে, আবার কারো কারো মনে সন্তুষ্টি মিলে।
কেউ কেউ আবার এই প্রেম নামক শব্দকে ঘৃনা করে।
কিন্তু কারো না কারো প্রেমে কেউ তো মগ্ন আছে।
কাউকে ভালবেসে একান্ত আপন করে পাওয়া কে সাধারনত প্রেম বলে।
একটি মানুষ যখন তার যৌবনে প্রবেশ করে তখন তার জীবনের প্রতিটি মুহূর্তেকে নতুন করে অনুভব করতে শিখে।
বিভিন্ন শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার রুচি, ভাল লাগায় আসে ব্যাপক পরিবর্তন।
এই সময় মানুষ প্রকৃতিগত ভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। কিছুদিন আগেও যাকে দেখলে মনের মাঝে কোন প্রতিক্রিয়া হতো না, সেই মানুষটাকে দেখলেই মনের মাঝে তীব্র ঘণ্টা বেজে উঠে, নিঃশ্বাস কেমন জানি বন্ধ হয়ে আসে।
তার হাসি, তার চাহনি, তার কথামালা সবই মনে হয় জীবন উপন্যাসের এক একটি পর্ব।
হতে পারে এর নামই প্রেম এর নামই ভালবাসা।
কিন্তু একটা বিতর্ক থেকেই যায়-
প্রেম করে বিয়ে?
নাকি বিয়ে করে প্রেম?
কেউ বলে বিয়ের আগের প্রেমই হচ্ছে আসল প্রেম, বিয়ে করে বউয়ের সাথে আবার কিসের প্রেম?
তাহলে যুক্তি কি বলে দেখা যাকঃ-
♦ প্রেমিক বা প্রেমিকার সাথে যতদিন সম্পর্ক ভালো থাকবে ততদিনই ভালো মন্দের খোজ নিবে।
♦ কোন কিছুতে মনোমালিন্য হলে - আজ থেকে তুমি আর কখনও আমাকে ফোন দিবে না।
♦ যখন সম্পর্কটা খুব ভালো যাবে তখন একে অন্যকে জান বলে ডাকা হয়,
সম্পর্ক খারাপ হলে ভিন্ন ভাবে ডাকা হয়।
♦ প্রেমিকা বা প্রেমিককে বিয়ে করলে যে সমস্যাটি সবচেয়ে বেশী সামনে আসে সেটা হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা বা অতিরিক্ত আত্নবিশ্বাস।
♦ একটু ভুল হলে মনে প্রশ্ন জাগে ওর সাথে আমার এতো দিনের প্রেম ও কীভাবে পারলো এ রকম করতে, অথবা আমি ওর কাছে এরকম আশাই করিনি।
♦ এই বিয়েতে একটি সুবিধা সেটা হল পরস্পরকে খুব সহজেই বুঝতে পারা, কি করলে খুশী, কি করলে রাগ তা আগে থেকে জানা থাকে তাই ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।
তবে বিপদ কিন্তু তখনই হয় যখন এই ভুল অনেকেই সহজেই মেনে নিতে পারে না।
একটু আধটু পরিচিত বা সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষ বিয়ে নামক সামাজিক নিয়মের মধ্যে দিয়ে একে অন্যের জীবনে আসে।
দুজন দুজনকে বুঝতে, ভালবাসতে, একসাথে চলতে চলতে এগিয়ে চলে সময়।
সময়ের সাথে সাথে নিজেদের মাঝে গড়ে উঠে নিবিড় প্রেমের বন্ধন।
এই সম্পর্কের মাঝে আছে শুধু নিজেকে নতুন করে আবিস্কার করার আনন্দ, বেদনার সম্ভাবনাও থাকে কিন্তু তা অনেক কম।
কারন কোন ভুল হলে এই বলে মনকে প্রবোধ দেয়া চলে যে, সে তো আমার কাছে নতুন হয়তো বুঝতে পারেনি যে আমি এটা পছন্দ করিনা বা আমার এই দিকটা সম্পর্কে ওর জানা নেই।
তাই কখনো ভুল বা কখনো সঠিক এভাবেই এগিয়ে যায় জীবন, সময়ের সাথে সাথে অপরিচিত দুইজন মানুষ গড়ে তোলে স্বপ্নের বাসর বা সংসার।
ভালবাসা শুধু ভালবাসা।
বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না।
জীবনে এমন একজন থাকে যার প্রতি আপনার অন্ধ বিশ্বাস আছে।
সে হলো আপনার অর্ধাঙ্গিনী।
আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে আর বলবে- আমি আছি,আমি ছিলাম আর আমি সব সময় তোমারি থাকবো।
এটাই ভালোবাসা এটাই জীবন।
♥ সে আপনাকে একা থাকতে দেবে না যখন আপনি কষ্টে থাকবেন।
♥ আপনার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার জন্য সে প্রতিনিয়ত বলবে।
♥ সে আপনার সাথে ছোট ছোট বিষয় নিয়ে রাগ করবে কিন্তু রাগ দীর্ঘস্থায়ী হবে না।
♥ সে দিনে আপনাকে ১৫ বার কল দেবে আপনি কি করেন তা জানার জন্য।
♥ আপনাকে বলবে Don't Worry যদিও দুশ্চিন্তা করার অনেক কারন থাকে।
♥ আপনার কাছে হয়তো এগুলো বিরক্ত লাগবে কিন্তু আপনি তাকে ছাড়া একদিনও থাকতে পারবেন না।
সুতরাং বিয়ের পরের প্রেমই আসল প্রেম, হারানোর কিছু নেই,
আছে শুধু পাওয়ার আনন্দ।
বিষয়: বিবিধ
১৭৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঐ যে কথায় আছে না ,
" নদীর এপার ক হে ছাড়িয়া নি:শাস ,
ওপারেতে সব সুখ আমার বিসশাষ "
ধন্যবাদ।
প্রেমিকা বা স্ত্রীর প্রেমে মজে আছে তথা প্রেমিক/স্বামী তার প্রেমিকা/বউকে ভালবাসে - এটা প্রতি নিয়তই তার প্রমান করে যেতে হয় ।
এই ফাঁকে প্রেমিকার/স্ত্রীরও যে তার প্রেমিক/স্বামীর জন্য কর্তব্য আছে সেটা বেমালুম চেপে যায় ।
কোন প্রেমিকা কি তার প্রেমিককে কারণে / অকারণে গিফট দেয় / চাইনিজ খাওয়াতে নিয়ে যায় / নোটস্ কালেক্ট করে দেয় ?
প্রেমিক হয়ে প্রেমিকার মন পেতে+ধরে রাখতে চাইলে এসব অত্যাবশ্যক ।
অন্যান্য সময়ের কথা বাদই দিলাম , ঈদে মার্কেটিং এর সময় স্বামী যদি স্ত্রী জন্য শুধু কয়েকটা আন্ডার গার্মেন্টস্ কিনে দেয় এবং তার নিজের জন্য দামী ব্র্যান্ডের পান্জাবী + শার্ট কেনে , তার মা বাবা ভাই বোনদের জন্য বিশাল বাজার করে , তাও আবার স্ত্রীর টাকায় - তাহলে সেটা কি কোন স্ত্রী বরদাস্ত করবে ?
বা , কোন জায়গায় বেড়াতে যাবার সময় যদি সমস্ত খরচাপাতি স্ত্রীকেই বহন করতে বলে স্বামী - সেটাতে কি তার সাবেক প্রেমিকা , বর্তমানে তার স্ত্রীর কি প্রেম বজায় থাকবে ?
আমাদের সমাজে এটাই প্রচলিত যে একজন নারী ও পুরুষের মধ্যে প্রেম তথা ভালবাসা হল - পুরুষটি তার মহিলাটিকে মানাতে তার জন্য দেদরাসে খরচ করবে এবং মহিলাটি সেটা এনজয় করবে , নানা রকমের আহ্লাদি করবে ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন