শশুড় বাড়ির বউ আর প্রবাসীদের মধ্যে ব্যাপক কিছু মিল আছে।
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৬ জানুয়ারি, ২০১৬, ০১:৩৩:০১ দুপুর
শশুড় বাড়ির বউ আর প্রবাসীদের মধ্যে ব্যাপক কিছু মিল আছে।
যেমন--------
বউ বাপের বাড়ি যাওয়ার জন্য অধীর আগ্রহে দিন গুনে - প্রবাসীরা দেশে যাওয়ার জন্য অধীর আগ্রহে দিন গুনে।
শশুড় শাশুড়ির অনুমতি না লাগলে বউ যেমন মাসে তিনবার বাপের বাড়ি বেড়াতে যেত - তেমনি কোম্পানীর অনুমতি আর টিকেট না লাগলে প্রবাসীরা ও বছরে তিন বার ছুটিতে যেত।
বউ বাপের বাড়ি যাওয়ার খুশিতে যেমন খাওয়া দাওয়ার কথা ভুলে যায় - প্রবাসীরা ও দেশে যাওয়ার খুশিতে খাওয়া দাওয়া ভুলে যায়।
বউ বাপের বাড়ি থেকে শশুড় বাড়ি ফেরত আসতে যেমন চোখের জল ঝরায় - প্রবাসীরা ও দেশে থেকে বিদেশ ফেরত আসতে চোখের জল ঝরায়।
বিয়ের পরে বউয়ের মুল্যবোধ যেমন বেড়ে যায় শশুড় বাড়িতে এবং বাপের বাড়িতে - প্রবাসীদের ও মুল্যবোধ বেড়ে যায় সংসারে প্রবাসী হওয়ার পরে।
সংসারের কাজ সেরে বউ যেমন অপেক্ষা করে প্রিয় মানুষটির সাথে কথা বলার জন্য - একজন প্রবাসী ও ১২/১৪ ঘন্টা কাজ সেরে ফোন করে প্রিয়তমার মধুর কথা শুনার জন্য।
একজন বউ একাকিত্বে বিয়ের আগের স্মৃতি খোজে বেড়ায় - একজন প্রবাসী একাকিত্বে প্রবাসে আসার আগের স্মৃতি খোজে বেড়ায়।
বউ হবার পর যেমন সংসারের দায়িত্ব অনেক বেড়ে যায় - প্রবাসী হবার পর ও সংসারের দায়িত্ব অনেক বেড়ে যায়।
বেকার মেয়েকে যেমন মা/বাবা ঘরে রাখতে চায় না - বেকার ছেলেকে তেমন মা/বাবা দেশে রাখতে চায় না।
বউ যেমন সংসারের কাজে উল্টা পাল্টা করলে কথাবার্তা শুনতে হয় - প্রবাসীরা তেমনি কোম্পানীর কাজে উল্টা পাল্টা করলে জরিমানা গুনতে হয়।
বউ শশুড় শাশুড়ির সাথে তর্ক করলে বলে বাপের বাড়ি চলে যাও - প্রবাসীরা তার ম্যানেজারের সাথে তর্ক করলে বলে দেশে চলে যাও।
সংসারে একজন বউ হচ্ছে কাজের বুয়ার মত - আর একজন প্রবাসী হচ্ছে প্রবাসে চাকরের মত।
সময়ের ব্যাবধানে একজন বউ যেমন সংসারে মুল্যহীন হয়ে যায়।
সময়ের ব্যাবধানে একজন প্রবাসী ও সংসারের সবার কাছে মুল্যহীন হয়ে যায়।
এক সময় দুজনই আফসোসের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়।
বিষয়: বিবিধ
২০২৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করবে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন