জেগে উঠো বাঙ্গালী।

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৪:৪১ দুপুর

মাথায় লাল সবুজের পট্রি বেধে,

আর হাতে লাল সবুজের পতাকা নিয়ে বছরে একদিন শহীদ মিনারে গিয়ে ঝাটা বেধে ফুল দিলেই দেশ প্রেমিক হওয়া যায় না।

১৬ ফুট লম্বা ৪৫ পাউন্ড ওজনের কেক কেটে বিজয় দিবস উদযাপন করলে শহীদদের আত্নাকে শান্তি দেয়া যায় না।

বিজয় উল্লাসে মেতে কত টাকা অপচয় করছি আমরা!!!!

কিন্তু এই দেশেরই হাজারো মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে।

এই দেশেরই কত মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।

এই দেশেরই কত নারী ইভটিজারদের হাতে লাঞ্চিত হচ্ছে।

এই দেশেরই কত ছেলে মেয়ে টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না।

এই দেশেরই কত মানুষ প্রতিদিন ছিনতাইকারী চাঁদাবাজদের কাছে সর্বস্ব হারাচ্ছে।

এই দেশেরই কত মানুষ প্রতিদিন সন্ত্রাসীদের হাতে খুন হচ্ছে।

হ্যা আমরা বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি।

কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারিনি।

নরপিশাচরা নিজের স্বার্থের প্রয়োজনে স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের বেচে থাকার অধিকার কেড়ে নিয়েছে।

বিজয় যারা এনে দিয়েছিলো তারা এমন বাংলাদেশ আশা করেনি।

জেগে উঠো বাঙ্গালী।

শহীদদের আত্নাকে শান্তি দিতে হলে স্বাধীনতাকে রক্ষা করো।

কোটি টাকার ফুল নষ্ট না করে কোটি টাকা দিয়ে শীতার্তদের শীতবস্ত্র বিতরন করো।

কোটি টাকার পতাকা নষ্ট না করে অনাহারিদের মুখে খাবার তুলে দাও।

বিজয় দিবস হোক ১৬ কোটি মানুষের আনন্দের দিন,

তবে অপচয় করে আনন্দ নয়,

শহীদদের স্মরনে পুজা নয়।

বিজয় দিবস হোক শহীদদের রুহের মাগফেরাতের দিন।

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354261
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লিখেছেন, ধন্যবাদ
১৬ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২৬
294107
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ।
354263
১৬ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২৪
হতভাগা লিখেছেন : মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল এখন ক্ষমতায় । তাদের চেয়ে বেশী দেশের ভাল বোঝার আর কেই বা আছে ?
১৬ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২৮
294108
অভিমানী বালক লিখেছেন : তারাই বোঝে,
তাইতো দেশে লুন্টন ধর্ষন খুন আর মহামারি।
354284
১৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৯
অপি বাইদান লিখেছেন : বিজয় দিবসে আল্যার মুমিনরা আর কি করবে? মাটিতে মাথা ঠুকে নিস্ফল নফল এবাদতি করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File