ধৈর্য্য এবং চেষ্টা সফলতার চাবিকাঠি।
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ২৪ নভেম্বর, ২০১৫, ০৯:৪১:০৭ সকাল
ধৈর্য আর চেষ্টা থাকলে জীবনের মুল লক্ষ্যে পৌছা খুব দুঃসাধ্য ব্যাপার নয়,
ধৈর্য্য হারা হলেই বিষন্নতা আর ব্যার্থতা জীবনের চারপাশে ঘেরাও করে বিষিয়ে তুলে।
বিষিয়ে তুলা জীবন নিয়ে অনেকেই বেচে থাকাটা বিব্রতবোধ করি।
কিন্তু অপেক্ষা করিনা ভবিষতে এর চেয়ে আরো ভালো কিছু পাবার।
সৃষ্টকর্তা নিশ্চয় আমাদের প্রতি এত বিমুখ নয়, কিন্তু ধৈর্য হারা হয়ে আমরা অনেকেই চাইনা ব্যার্থতার গ্লানি নিয়ে বেচে থাকতে।
ক্লাসের লাস্ট ব্রেঞ্চের ছাত্রটা যে কিনা পরীক্ষার হলে বসে অন্যের খাতা দেখে দেখে পরীক্ষায় পাশ করার চেষ্টা করতো,
সে আজ শহর থেকে বাড়ি আসে বিশ লক্ষ টাকা দামের গাড়িতে চড়ে।
সে আজ একজন সফল ব্যবসায়ী।
যে আপা তিন বার মাধ্যমিকে ফেল করে জেদে বিষের বোতল হাতে নিয়েছিলেন সমাজের তিরষ্কার থেকে মুক্তি পেতে।
তিনিই আজ একটা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা।
দশম শ্রেনীতে বিজ্ঞানের প্রেক্টিকাল ক্লাশে ব্যাঙ কাটতে যে ছেলেটি রক্ত দেখে মাথা ঘুরে পড়ে গিয়েছিলো,
সে আজ প্রতিনিয়ত অপারেশন থিয়েটারে রক্ত নিয়ে মাখামাখি করে।
সে একজন ডাক্তার।
খালাতো বোনের প্রেমে ব্যার্থ হয়ে পাগলামি করে বলতো জীবনে যাকে চেয়েছিলাম তাকে যখন পাই নাই, তাই বিয়েই করবো না।
কিন্তু আজ সে একজন গুনবতী রুপবতী মেয়েকে জীবন সঙ্গী করে সংসার জীবনটা মধুময় কাটাচ্ছে।
চেষ্টা করলে আমরা অভিশপ্ত জীবনটাকে বদলে দিতে পারি, ধৈর্য্য ধরলে ফিরে আসতে পারি সুন্দর সাবালীল জীবনে।
ব্যার্থতা জীবনে আছে এবং থাকবে,
তাই বলে ব্যার্থতার কাছে পরাজিত হতে যাবো কেন?
ব্যার্থতাকে উপেক্ষা করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সফলতার সিড়ি বেয়ে উপরে উটার নামই জীবন।
শুধু প্রয়োজন একটু ধৈর্য্যের।
এই ধৈয্যই এক সময় বাকি জীবনটুকুকে হাসি খুশিতে ভরে দিবে।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন