বিবাহিত ব্যাচেলার কাহাকে বলে??
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৯ অক্টোবর, ২০১৫, ০৫:২৭:৩০ সকাল
বিবাহিত ব্যাচেলার কাহাকে বলে??
যে বিবাহের পরে বউকে ছেড়ে দীর্ঘদিন দুরে থাকে তাহাকে বিবাহিত ব্যাচেলার বলে।
যেমন প্রবাসীরা।
বিবাহিত ব্যাচালারদের মধ্যে প্রবাসীরা অন্যতম,কারন একমাত্র প্রবাসীরাই বউকে ছেড়ে দীর্ঘদিন প্রবাসে থাকে।
বেশীরভাগ প্রবাসীরা নুন্যতম এক বৎসরের আগে বউয়ের সংস্পর্শ আশা করা দুঃসাধ্য।
কেউ কেউ আবার ৫/৬ বৎসরের আগে ও চিন্তা করতে পারে না।
যে বা যারা এক বৎসর পুর্ন করে প্রবাস থেকে ছুটিতে যাচ্ছেন দেশে তাদের ছুটির হিসাবটা একটু কষে দেখা যাক:-
যদি আপনি কোন কোম্পানীতে চাকুরি করেন তাহলে আইন অনুযায়ী ছুটি পাচ্ছেন ৩০ দিন।
যাত্রাকালীন সময়ে আপনার তিনদিন চলে যাচ্ছে রাস্তাতে,হাতে থাকছে ২৭ দিন।
মহিলাদের (বউয়ের) নিয়মিত অসুস্থতার কারনে প্রিয়তমার সংস্পর্শ থেকে বিরতী নিতে হচ্ছে ৫ দিন।
আপনার হাতে থাকছে ২২ দিন।
এদিক সেদিক বেড়াতে গিয়ে পর্যাপ্ত জায়গার অভাবে দুজনকে রাত্রীকালীন বিচ্ছিন্নতার স্বীকার হতে হয় ৩ দিন।
হাতে থাকছে ১৯ দিন।
এক বছরের লেনাদেনা সম্পন্ন করা কি ১৯ দিনে সম্ভব??
সম্ভব কি না সেটার উত্তর শুধু ভুক্তভোগীরা দিতে পারবে।
এবার দেখা যাক ৫/৬ বৎসর অবস্থান কারীদের অবস্থা.....
কেউ কেউ প্রশ্ন রাখতে পারেন কেন ৫/৬ বৎসর প্রবাসে থাকবেন?
বিলাই কি শখে বান্দার গাছে উঠে??
বাপ/ভাইয়ের প্ররোচনায় ৩০ লক্ষ টাকার ঘর বানানোর বাজেটের টাকা কোথা থেকে আসবে?
জমির পাশের জমি খরিদ করবে এই টাকাটা কোথা থেকে আসবে?
প্রতি মাসে ৩০/৪০ হাজার টাকা পারিবারিক খরচ এই টাকাটা কোথা থেকে আসবে?
বেকার ভাইয়ের আবদার পালসার মোটর সাইকেল কিনবে এই টাকাটা কোথা থেকে আসবে?
আরে ভাই প্রবাসীরা তো টাকার মেশিন নয় যে টাকা চাইলে প্রিন্ট করে টাকা দিয়ে দিবে।
তবু ও তো প্রবাসীরা নিঃস্বার্থে শুধু দিয়েই যাচ্ছে, বিনিময়ে পরিবার পরিজনের কাছ থেকে কি উপহার পাচ্ছে?
ঘাড়ে বসা রক্তচুষা খেকো মানুষগুলো উল্টো অপবাদ দিয়ে নাক চিটকে তিরষ্কার করে যখন বলে, উ.......হ আমাদের বিদেশী।
তখন নিভৃতে চোখের জল ঝরানো ছাড়া আর কিছুই করার থাকে না।
হে ভুক্তভোগী প্রবাসী...
তোমার নিঃশ্বাসে কি যে যন্ত্রনা তা অন্য ভুক্তভোগী ছাড়া পৃথিবীর কেউ উপলব্ধি করতে পারবে না।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন