গোবরে পদ্ম ফুল।
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০২:৫৯ রাত
গোবরে পদ্ম ফুল ফোটে কথাটি চরম সত্য,
বিলে এবং পুকুরে পদ্ম ফুল ফোটে তা ও সত্য।
কিন্তু দুই পদ্মের পার্থক্য দেখলেই বোঝা যায় কোনটা গোবরের & কোনটা বিল/পুকুরের।
মানুষ তুমি যতই ভাল পরিবেশে বসবাস করোনা কেন,তোমার চরিত্র অতীতকে বর্তমানে নিয়ে আসবে।
কারন শুধু কর্ম দিয়ে মানুষকে ভালো উপাধি দেয়া সম্ভব হয়না,কিছু কিছু কর্মের কারনে জন্মের পরিচয় জানতে হয়।
রক্ত খারাপ হলে শুধু পরিবেশে মানুষকে ভালো করতে পারেনা,কারন মানুষ রক্তের টান কখনও ভুলতে পারে না।
মাঝে মাঝে শুনা যায় মেয়েটা খুব ভালো ছিলো,কিন্তু হঠাৎ করে একটা বখাটে ছেলের হাত ধরে মা বাবার মুখে চুনকালি ল্যাপ্টে দিয়ে পালিয়ে গেলো,
কিন্তু অতীত খোজলে দেখা যায় মেয়েটার মা অথবা নানী এমন চরিত্রের ছিলো।
আবার মাঝে মাঝে শুনা যায় ছেলেটা খুব ভালো ছিলো,কিন্তু নর্তকীর মত মেয়েটা ছেলেটার ভবিষ্যত ধ্বংস করে দিলো,
কিন্তু অতীত কারো পিছু ছাড়ে না।
কিছু কিছু সেলিব্রেটি গ্রাজুয়েট মানুষের কাছ থেকে এমন হীনমন্য আচরন পাওয়া যায়,ভাবতে অবাক লাগে শিক্ষীত মানুষগুলা কি এমন আচরন করতে পারে??
কিন্তু অতীত খোজলে দেখা যায় সে ই একমাত্র গোবরে ফোটা পদ্মফুল।
তাইতো ভাবি মানুষ বিয়ে সাদীতে জাত বর্ণের এত খোজা খোজি করে কেন?
কথায় আছে-
জাতের মেয়ে কালো ভালো,
নদীর জল ঘোলা ভালো।
সুতরাং,
কর্মের পরিচয়ে নয়-জন্মের পরিচয় দিয়ে মানুষের ভেদ বিচার করা উচিত।
বিষয়: বিবিধ
২০৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন