"মানবতা"
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ২৫ মে, ২০১৫, ০৯:২৬:৩৮ সকাল
কিসের মানবতা..??
কেন মানবতা..??
কোথায় খুজবো মানবতা..???
আমার ঘরে রসনা বিলাস,
কিন্তু আমার পাশের ঘরে জ্বালানী কাটের অভাবে চুলোয় আগুন জ্বালাতে সম্ভব হচ্ছে না।
এটা কি মানবতা..???
প্রতিদিন একটা করে জামা বদলাই,
কিন্তু চাচাতো ভাই দুই বছরের পুরনো জামা প্রতিদিন.........
এটা কি মানবতা...??
বৃষ্টি হলে আসমানীদের মত ঝুম ঝুম করে ছাউনী দিয়ে বৃষ্টির পানি পড়ে ঘুমানোর বিছানাটা ভিজে যাচ্ছে,আল্লাহর কাছে আর্তনাদ করছে আল্লাহ বৃষ্টি থামাও,
আর আমি বৃষ্টির ছন্দে ফেবুতে স্টেটাস মারছি অহ কি মজার বৃষ্টি।
এটা কি মানবতা..??
পরীক্ষার ফি জমা দিতে পারেনি বলে পাশের বাড়ির ছেলেটার বার্ষিক পরীক্ষা দেয়া হয়নি,
আর আমি iphone6 হাতে নিয়ে মস্তি মস্তি ভাব দেখাচ্ছি।
এটা কি মানবতা...??
আমাদের পাড়ার দিন মজুর কাসেম আলী চাচার মেয়েকে পুর্ব পাড়ার বখাটে ছেলেরা উড়না ধরে টান দিয়েছিলো বলে বাড়ি ফিরে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছিলো,
আর আমি সালিশে নীরব দর্শক ছিলাম।
এটা কি মানবতা...??
এইতো সেদিন খেয়া পারাপারে পাড়ের কাছে এসে খেয়া ডুবে গেল,ছয় মাসের বাচ্চাটি পানিতে ডুবে মারা গেল,বাচ্চাটির মায়ের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়েছিল,
আমি ভিডিও করে ফেবুতে আপলোড করে দিলাম,অনেক লাইক কমেন্ট পাবার আশায়।
এটা কি মানবতা...??
আমরা যতই মানবতা মানবতা করে লেকচার দেই কোন কাজ হবেনা,যতদিন না আমাদের মনের ভিতরে ঘুমিয়ে থাকা মানবতাকে জাগিয়ে না তুলি।
নিজের পাশের মানুষটির প্রতি মানবতার হাত বাড়িয়ে দিলে হয়তো সমাজ এবং জাতির পরিবর্তন সম্ভাব্য।
বিষয়: বিবিধ
২৮২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আছে মানবতার মোড়ক,
মোড়কের ভেতরে চলে-
মানবতার বেচাকেনা,
মানবতা আজ উপহাঁস।
মানবতাবাদীরা বেতন ভোক্ত কর্মচারী,
মনিবের ইচ্ছার আধুনিক রোবট,
সরাবের জলসায়-সর্বহারার দুয়ারে,
মানবতার সমান পদ চারন।
সবই সার্থের টানে উলুধ্বনি!
ফলাফল-লোক দেখানো আহাজারি!
সত্যের পূজারি নিথর নিরব!
দানবের চরনে লুটোপুটি খায়!
মানবতা ব্যস্ত -
মনিব তুষ্টির বন্ধনায়।
পাপির মরনে মানবতা কাঁদে,
মজলুমের বেলায়-প্রভুর ফাঁদে!
মানবতা এখন-
মুনাফাকর ট্রেড ব্যাবসা!
যেখানে মানুষ বাহারি পণ্য,
মানবতা-মানব অধিকার,
আজ শুধু কথার কথা।
অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো লাগলো
সবই সার্থের টানে উলুধ্বনি!
ফলাফল-লোক দেখানো আহাজারি!
সত্যের পূজারি নিথর নিরব!
দানবের চরনে লুটোপুটি খায়!
মানবতা ব্যস্ত -
মনিব তুষ্টির বন্ধনায়।
খুব ভালো লেগেছে ভাই,ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন