"ভুতুড়ে সমাজের ভুতুড়ে মানুষ" --------------------------------------
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ২৫ এপ্রিল, ২০১৫, ১০:২৬:৪৯ রাত
আমাদের ভুতুড়ে সমাজে এমন কিছু ভুতুড়ে মানুষ আছে যারা আর্থিক দিক দিয়ে মোটমুটি ভালো পজিশনে, দামী মোবাইল আর মার্লবুরো & বেনসন সিগারেট ছাড়া চলে না।
এরা সবসময় একটা ভাব নিয়ে থাকে, কিন্তু খোজ নিলে দেখা যায় বাড়িতে চুলায় বিলাই ঘুমায় আর বৃষ্টি এলে আসমানীদের দশা হয়।
কিন্তু ঐ দিকে তাদের কোনো খেয়াল নাই l
সবকিছু নিজের জন্য যেন পৃথিবীতে আসছে শুধু নিজের ভুগ বিলাসের জন্য l
সর্বক্ষন ব্যাস্ত থাকে প্রেমিকার কখন কি লাগবে,প্রেমিকার জন্মদিন কবে,ভালো একটা গিফট দিয়ে প্রেমিকাকে wish করবে।
কিন্তু ছোট বোনটার কামিজ ছিড়ে গেছে সেই কবে,বড় বোনের বিয়ে হচ্ছে না টাকার অভাবে,ঔষধের অভাবে মা বেচারি দিন দিন কুজো হয়ে যাচ্ছে,বাবা বেচারা হন্য হয়ে ঘুরছে পরিবারের সবার জন্য দুবেলা দুমুটো খাবার জোগাতে।
এরাই আবার অন্য মানুষকে নিয়ে তিরষ্কার করে,কারনে অকারনে অন্যকে হেয় প্রতিপন্ন করে।
কিন্তু নিজে যে আসলে কতটুকু সম্মানে সমাজে বসবাস করতেছে সেদিকে নজর নেই।
তারা নিজের সন্মান বাড়ানোর জন্য অন্যের সন্মানে আঘাত হানে,মানুষের ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা তাদের বুধগম্য নয়।
তাদের উদ্দেশ্যে বলতে চাই নিজের জন্য এত কিছু না করে পরিবারের দিকে একটু নজর দেন,হয়তো আপনি জানেন না আপনার দিকে চেয়ে আছে আপনার ছোট্ট বোন অথবা আপনাকে জন্ম দেয়া আপনার মা জননী,বাবা হয়তো অধীর আগ্রহে অপেক্ষায় আছে এই বুঝি ছেলেটা এক বস্তা চালের টাকা নিয়ে আসবে।
নিজে একটু কষ্ট করে পরিবারকে খুশি রাখার মধ্যে যে কি আনন্দ তা একবার উপলব্ধি করে দেখুন l তখন হয়ত বুঝবেন আরেকটা মানুষ কেন নিজে পরিতৃপতিতে না থেকে পরিবারের জন্য কিছু করার চেষ্টা করে,কেন নিজের পুরো মাসের মাইনা বাবার হাতে তুলে দেয়,কেন প্রেমিকার পিছনে না ঘুরে কষ্টার্জিত টাকা দিয়ে ভাই বোনকে ভালো স্কুল কলেজে লেখাপড়া করায়??
সমাজে ভুতুড়ে ভাবে বসবাস না করে পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখেন,দেখবেন আপনার স্বচ্ছতায় হয়তো আপনার ভাই আইনস্টাইনের মত দার্শনিক অথবা নিউটনের মত বিঙ্গানী হয়ে ভবিষ্যত প্রজন্মকে দিক নির্দেশনা দিচ্ছে,তখন হয়তো গর্বিত স্বরে বলতে পারবেন নিজে ভালো কিছু হতে পারি নাই কিন্তু পরিবার পরিজনকে ভালো রেখেছি।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন