হ্যাপীর শেষ কথাটা বলা হলো না...।

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১২ মার্চ, ২০১৫, ০৯:২৬:২৩ সকাল

কিছুদিন আগে চিত্রনায়িকা হ্যাপী নামে যে কেউ একজন আছে তা অনেকে জানতো না,এমনকি আমি ও না।

বর্তমানে বিশেষত বাংলাদেশের আট বছরের বাচ্ছা থেকে আশি বছরের বুড়ো পর্যন্ত এই নামটি জানে,এবং হ্যাপী নামটি বর্তমানে একটা উদাহরন হয়ে গেছে।

টিভি সংবাদ পত্র সোশ্যাল মিডিয়া সবখানে যেন হ্যাপী হ্যাপী...

বাংলাদেশের ক্রিকেটার রুবেল ভালো পারফরমেন্স করলে সবাই বলে আজ রুবেল পুরো জাতিকে হ্যাপী করেছে,আবার পারফরমেন্স খারাপ করলে বলে আজ আমাদেরকে হ্যাপী করতে পারলো না।

আবার কেউ কেউ বলে রুবেল খাটে ও ভালো মাঠে ও ভালো।

গতকাল থেকে হ্যাপীর ফেসবুক স্টেটাস নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় বয়ে যাচ্ছে।

হ্যাপীর জীবনের শেষ স্টেটাস..

কি আর বলার বাকি ছিল রুবেলকে?

যে প্রেমিকা প্রেমিককে জেল হাজত পর্যন্ত নিয়ে পৌছাতে পারে সেখানে শেষ কথা বলতে আর কি থাকতে পারে?

তাহলে কি হ্যাপী আত্নহত্যা করতে যাচ্ছেন?

একটা পিপড়া ও বেচে থাকার জন্য প্রানপন চেষ্টা করে,জীবনের জন্য সবারই কম বেশ মায়া আছে।

তবে হ্যা

কিছু কিছু নির্বোধ মানুষ এমনটাই করে,কিন্তু আমাদেরকে ইহকাল ছেড়ে গেলে ও পরকালে আমাদেরকে আবার পুনরজ্জিবীত হতে হবে।

পরকালটা পাপিষ্ট বান্দাদের জন্য ভয়াবহ।

তবে আমার মনে হয় এমন পাপিষ্ট ইহকাল ছেড়ে পরকালে গমন করা শ্রেয়,কারন নতুন করে কোন নির্বোধ ছেলে হ্যাপীর উৎ পেতে থাকা ফাদে পা বাড়াবে না।

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308460
১২ মার্চ ২০১৫ সকাল ০৯:৩২
হতভাগা লিখেছেন : রুবেলের উচিত হবে ফিরে এসে হ্যাপীকে বিয়ে করে ফেলা।
১২ মার্চ ২০১৫ সকাল ১০:৪৭
249535
অভিমানী বালক লিখেছেন : বিয়ের আগে জেল হাজতে পাটিয়েছে,
বিয়ের পরে ফাসির কাস্টে ঝুলাবে।Happy
১২ মার্চ ২০১৫ সকাল ১১:২৭
249552
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বিয়ে করে ফেললেই কি সব গুনাহ মাফ? বিয়ে তো ইসলামিক সিস্টেম। আর ব্যভিচারের শাস্তিটাও ইসলামিক ল।
১২ মার্চ ২০১৫ দুপুর ১২:১০
249557
হতভাগা লিখেছেন : সেটাই যদি হত তাহলে রুবেলের জন্য ভালই হত।
308469
১২ মার্চ ২০১৫ সকাল ১১:৩৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হ্যাপী আত্মহত্যা না করে তওবা করে ফিরে আসুক সঠিক পথে-এটিই কাম্য।
১২ মার্চ ২০১৫ দুপুর ১২:৫৮
249559
অভিমানী বালক লিখেছেন : তাই ভালো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File