প্রবাসীদের বোক ফাটে কিন্তু মুখ ফোটে না

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৮ মার্চ, ২০১৫, ০৬:০১:১৩ সকাল

প্রবাসীদের হটাৎ মৃত্যুর কারন কি..??

উত্তরটা প্রত্যেক প্রবাসীদের জানা আছে,

কিন্তু কেউ কারো কাছে উত্তরটা প্রকাশ করবেন না,

কারন ব্যাক্তিত্ব বলে একটা কথা আছে না..!

প্রত্যেকে ই কোনো না কোনো সমস্যায় জর্জরিত।

তবে তুলনামুলক ভাবে যে সমস্যা গুলা শোনা যায় তার মধ্যে অন্যতম হল পারিবারিক এবং দাম্পত্য।

সাধারনত বিয়ের আগে এই পরিস্তিতির মুখোমুখি খুব কম হতে হয়,

যারা বিয়ে করে প্রবাসে আছেন তারা অবশ্য এই সমস্যার মুখোমুখি প্রতিনিয়ত হচ্ছেন এবং যতদিন প্রবাসে থাকবে এটা চলবে।

বাস্তব প্রমান.......

গতকাল আমার পরিচিত একজন হটাৎ করে এসে বললো ভাই ৫০০ রিয়ার ধার দেন,তার চেহারাটা দেখে মনে হচ্ছিলো যদি টাকা না দেই তাহলে কান্নাকাটি শুরু করবে।

জানতে চাইলাম কি সমস্যা?

তোমার চেহারা এতো ফ্যাকাসে কেন?

তুমি তো আগে কখন ও এমন ছিলে না?

বললো ভাই নতুন বিয়ে করে আসছি,যদি বাড়িতে টাকা না দেই তাহলে সবাই মনে করবে শশুর বাড়িতে সব দিয়ে দিচ্ছি,

বাবা অলরেডী বলে ফেলছে দুই মাস হইছে টাকা দেই না কেন?

কিন্তু আমি এখানে অনেক টাকা ধার দেনা আছি,

এখন বুঝতেছি না কি করবো,

কার কূল বহাল রাখবো,

আমি যা বেতন পাচ্ছি তা দিয়ে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।

দীর্ঘ নয় বছর যা কামাই করেছি তা সবাইকে দিয়ে দিছি,এখন আমার কাছে ডিপোজিট বলতে শুধু আমার বউ আর আমি।

ছলছল নয়নে কথা বলার সময় লক্ষ্য করেছিলাম এই বুঝি ছেলেটার দম বন্ধ হয়ে আসছে।

শান্তনা দেয়ার ভাষা খুজে পাচ্ছিলাম না,

তখন ভাবছিলাম প্রবাসীরা কেন হটাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

# প্রবাসীদের বুক ফাটে তো মুখ ফোটে না #

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307765
০৮ মার্চ ২০১৫ সকাল ০৮:২৬
সোহেল মোল্লা লিখেছেন : অনেক ধন্যবাদ
১০ মার্চ ২০১৫ রাত ০৯:১১
249301
অভিমানী বালক লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
307783
০৮ মার্চ ২০১৫ সকাল ০৯:২৯
হতভাগা লিখেছেন : বিয়ের পর কি এই প্রকোপ বেড়ে যায় ?

দেশ বউ রেখে আসার টেনশনও কিন্তু কম নয় । কারণ আপনার টাকা নিয়ে সে তার আগের প্রেমিকের সাথে উড়াল দিতে পারে ।

তাই প্রবাসী ভাইয়েরা বউকে প্রবাসে নিয়ে আসুন।
১০ মার্চ ২০১৫ রাত ০৯:১৩
249302
অভিমানী বালক লিখেছেন : হুম তা টিক,কিন্তু বউ এনে খরচ বহন করা সকলের পক্ষে সম্ভব নয়।
307814
০৮ মার্চ ২০১৫ দুপুর ১২:৫৬
দ্য স্লেভ লিখেছেন : দীর্ঘ নয় বছর যা কামাই করেছি তা সবাইকে দিয়ে দিছি,এখন আমার কাছে ডিপোজিট বলতে শুধু আমার বউ আর আমি।

সত্যিই খারাপ অবস্থা
১০ মার্চ ২০১৫ রাত ০৯:১৩
249303
অভিমানী বালক লিখেছেন : ;Winking
307819
০৮ মার্চ ২০১৫ দুপুর ০১:০৯
আফরা লিখেছেন : তাহলে এখন দিতে পারছে না কেন এটা তো একটা কথাই এমন তো নয় যে বউ নিয়ে এসেছে খরচ বেড়ে গিয়েছে ।

তবে বাবা মায়ের ও এটা বুঝা উচিত বিয়ের পর বউকে ও তো কিছু দিতে হবে ।
১০ মার্চ ২০১৫ রাত ০৯:১৫
249304
অভিমানী বালক লিখেছেন : কারন বিয়ের আগে ডিপোজিট শুন্য,
অনেক মা বাবা বুঝতে চায় না।
307843
০৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : প্রবাসীদের জন্য কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় নিজেও প্রবাসী হয়ে যাই। Sad Sad
১০ মার্চ ২০১৫ রাত ০৯:১৬
249305
অভিমানী বালক লিখেছেন : এই ভুল করিয়েন না ভাই।
307860
০৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৩
সামছুল লিখেছেন : ভাই সুন্দর লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ৷
১০ মার্চ ২০১৫ রাত ০৯:১৬
249306
অভিমানী বালক লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।
307963
০৯ মার্চ ২০১৫ রাত ০৩:১৫
মোবারক লিখেছেন : কঠিন সত্য
১০ মার্চ ২০১৫ রাত ০৯:১৭
249308
অভিমানী বালক লিখেছেন : হ্যা ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File