হোলি খেলা বাঙ্গালি সংস্কৃতি না।
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৭ মার্চ, ২০১৫, ০২:৩৪:০৭ দুপুর
যে যার ধর্ম যার যার মত পালন করবে তাতে কোন বাধ সাধে না,কিন্তু বাধ সাধে তখন যখন বলা হয় হোলি খেলা নাকি বাঙ্গিলি সংস্কৃতি।
এই বেকুব গুলা এমন ভাবে সংস্কৃতিকে মাখামাখি করছে যাতে মনে হয় সব ধর্মের সংস্কৃতি এক হয়ে গেছে।
কথিত কিছু বাঙ্গালি আছে যারা ভারতের সংস্কৃতি অনুসরন করে বাঙ্গালি সংস্কৃতি বানিয়ে দিচ্ছে।
কিন্তু এই হোলি খেলাটা কি আসলে আমাদের বাঙ্গালি সংস্কৃতি নাকি সনাতন ধর্মীদের সংস্কৃতি তা একটু ভেবে দেখা উচিত।
শ্রীকৃষ্ণ কর্তৃক নিষ্টুরভাবে শরীর ক্ষত-বিক্ষত হওয়ায় এবং সারা রাতভর যৌন নিপীড়নের কারণে প্রভাতকালে দেখা গেল রাধিকার পরিহিত বস্ত্র এত বেশী রক্ত রঞ্জিত হয়ে পড়েছে যে, লোক লজ্জায় রাধিকা ঘরের বাইরে আসতে পারছেন না।
তখন শ্রীকৃষ্ণ দোল পুজার ঘোষনা দিয়ে হোলি খেলার আদেশ দেন। সবাই সবাইকে রঙ দ্বারা রঞ্জিত করতে শুরু করে।
তাতে রাধিকার বস্ত্রে রক্তের দাগ রঙের আড়ালে ঢাকা পড়ে যায়। সেই থেকে হোলি খেলার প্রচলন শুরু হয়।
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে যারা এগুলো করে তারা আসল ঘটনা জনালে হয়ত অনেকেই এমন কাজ করত না।
মন্তব্য করতে লগইন করুন