ফাল্গুনে মনে পড়ে

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৭:২১ সকাল

বছরে

প্রতিবারই ফাল্গুন আসে,আসে বসন্ত।

মনে মনে ভাবি হয়তো তুমি ভুলে গেছো আমাকে সেই কবে,কিন্তু আমার ভাবনা গুলো মিথ্যে হয়ে যায় যখন তোমার উপহার টুকু আমার হস্তগত হয়,

তুমি টিকই কথা রেখেছো,

তুমি প্রতিঙ্গা করেছিলে প্রতি বছরের প্রতি বসন্তের প্রথম সপ্তাহে আমাকে একটা করে উপার দিবে,সত্যি তুমি উপহার দিয়ে যাচ্ছো।

কিন্তু কি এমন লাভ বলো এই মিথ্যে অভিনয়ে,

কেন ই বা আমাকে বার বার ফিরিয়ে নিয়ে যাও সেই হারানো স্মৃতির ভিড়ে।

তোমার দেয়া সব প্রতিঙ্গা ভঙ্গ করে যদি শুধু একটা প্রতিঙ্গা রক্ষা করতে তাহলে হয়তো তোমাকে ভালবাসাটা স্বার্থক হতো।

তুমি তা করতে পারনি,

তুমি মেতেছিলে নিজেকে নিষ্পাপ সাজানোর নাটকে,সত্যি অভিনয়ে তুমি খুব পারদর্শি ছিলে।

ভাল হয়েছিলো তোমার সাথে আমার মিলনের সানাই না বাজিয়ে।

মিলনে হয়তো তোমাকে কাছে পেতাম,

কিন্তু ধীরে ধীরে হয়তো ভালবাসা নিস্তেজ হয়ে পড়তো।

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305033
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৩
হতভাগা লিখেছেন : কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতেছে
305035
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৯
অভিমানী বালক লিখেছেন : হা হা হা,বুঝি বুঝে ও না বোঝার ভান করে বসে আছি।
305048
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
305134
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩০
অভিমানী বালক লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File