বুকের ভিতর টা খুব হাহাকার করে, তোমাকে এক নজর দেখার জন্য,
লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ০৩ জানুয়ারি, ২০১৫, ০৫:৪৮:৫৯ বিকাল
লেখার কোন ভাল শুরু নেই, বানান অনেক ভুল থাকতে পারে ক্ষমা করে দিবেন প্লিজ
আজ কতো বছর হলো তোমাকে দেখিনা তোমার মুখের একটা কথাও শুনতে পাইনা, বুকের ভিতর টা খুব হাহাকার করে, তোমাকে এক নজর দেখার জন্য, আজো ভুলতে পারিনা তোমার সেই স্মৃতি জরানো দিন গুলো। তোমার কি মনে পড়ে সেই স্কুল জীবনের দিন গুলোর কথা? প্রতিদিন তোমার সাথে আমার দেখা হতো, কথা হইত তার পরে ও বিকালবেলায় তোমাকে দেখার জন্য তোমাদের বাড়ীর সামনে রাস্তা দিয়ে হাঁটতাম তোমাকে একটি বার দেখার জন্য,আমাকে হাঁটতে দেখলে তুমি ও রাস্তায় হাঁটতে বের হইতে মনে পরে সেই দিন গুলার কথা ?
আমার স্বপ্নটা খুব বড় ছিলো না, খুব ছোট আর সাধারণ ছিল। তোমার সাথে ছোট একটা সাজানো সংসার,যেখানে থাকবো শুদু আমি আর তুমি ।তোমার হাত ধরে বৃষ্টিতে ভেজা, হাতে হাত রেখে নদীির ধারে হাঁঠা, চোখে চোখ রেখে নিঁজনে গল্প করা, আর জোৎস্না রাতে Mauritius সৈকতে জোছনা বিলাস……..
আর তোমার সাথে মাঝে মাঝে মান-অভিমান খুনসুটি কিছু থাকবে .
তারপর কোন একদিন
তোমার কোলে মাথা রেখে, তোমাকে দেখতে দেখতে শান্তিতে মরে যাওয়া।
কিন্তু হলো না, স্বপ্নটা পূরন হলো না আর আমার Love Story’ও পূর্ণতা পেলো না। থাক না কিছু Love Story না হয় অপূর্ণই রয়ে গেলো। মধ্যবিত্ত পরিবারের কেউ ভালোবেসে কিছু করতে পারে নি, সবাই হেরে গেছে……. আমিও হেরে গেছি। আমি এক পরাজিত সৈনিক, পরাজিত প্রেমিক।
স্বার্থপর এই আমি পারলাম না তোমাকে আমার করতে । আর যদি কোনদিন তোমার মন চায় তুমি চলে এসো, কথা দিলাম তোমার কোন অমর্যাদা হবে না, তোমার স্থানটা শুধুই তোমার, সেটা কোনদিনও আর কারো হবে না
বিষয়: বিবিধ
২০০৪ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই, ভালবাসা এমন নয় যে, কেউ চাইলেই তা তার দুয়ারে এসে হুমড়ি খেয়ে পড়বে। বরং তার জন্য আঘাত করতে হয় সেই দুয়ারে, আবার কখনো সে দুয়ার ভেঙ্গেও ফেলতে হয়। ভালবাসা পেতেই মানুষের জিন্দেগীতে কিছু সিদ্ধান্তমূলক পরিস্থিতির উদ্ভব হয়। তখন ভেবেই সময় হারায় যে, সে পিছনেই পরে থাকে। সময়ের কাল থেকে মুছে যায় তার পদচিহ্ন। তেমনটিই হয়তো আপনার হয়েছে।
শান্ত্বনাবাণী-
কাম অন !
ভালবাসলেই কি পেতে হবে ? ভালবাসার আসল স্বাদ হারানোর মধ্যে ! আপনি পেয়ে গেলে সে আর আরাধ্য থাকতনা । কিন্তু এখন ......আজীবন থেকে যাবে । ধন্যবাদ ।
লেখকঃ হাকিম মুহাম্মাদ আখতার
অনুবাদঃ আব্দুল মতিন বিন হোসাইন।
অসাধারণ একটি বই সংগ্রহ করতে পারেন।
যদি আবেগের ফলে বিয়ে করেই ফেলেন তবে সেই বিয়ে ৬ মাসও টিকবে না ।
কারণ - অভাব সামনে এসে দাড়ালে ভালবাসা জানালা দিয়ে পালায়।
নামঃ আত্মার ব্যাধি ও তার প্রতিকার।
লেখকঃ হাকিম মুহাম্মাদ আরেফ বিল্লাহ।
অনুবাদঃ আব্দুল মতিন বিন হোসাইন।
মন্তব্য করতে লগইন করুন