প্রচলিত কুসংস্কার।

লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ১৭ জুন, ২০১৫, ০৮:২২:১৬ রাত

আমাদের সমাজ আজ কুসংস্কারের ব্যাধীতে আক্রান্ত।অথচ কুসংস্কার হলো-সেই সংস্কার যে সংস্কারাচ্ছন্ন চিন্তাধারা অজ্ঞতা,মূর্খতা,অন্ধকার ও বর্বরতায় পরিচালিত হয়এবং তাঁর প্রভাব পড়ে সমাজ পরিবার ও ব্যক্তি জীবনের ওপর।আর এই প্রভাবটি শহর,মফস্বল,গ্রাম সবখানেই কম-বেশী বিদ্যমান।তবে গ্রামাঞ্চলে এর প্রভাব বেশী।কুসংস্কারের বেড়াজালে পুরুষের তুলনায় নারীরাই বেশী আটকে আছে,আবার শহরের নারীদের তুলনায় গ্রামীণ নারীদের মধ্যে এর প্রভাব বেশী।তারা কেউ কেউ এতটাই কুসংস্কারের অন্ধকারে ডুবে আছে যে,কখনও কখনও এর ফলে নিজেদের অথবা পরিবারের সদস্যদের জীবনের চরম মাশুল দিতে হয়।সমাজের প্রচলিত কিছু কুসংস্কার হলো-কুরবানির পশুর দাঁত,মাথা,শিং ঘরের মধ্যে কিংবা বাড়ির ছাদে টাঙ্গিয়ে রাখলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়।

মানুষের কু-নজর থেকে রক্ষার জন্য ধানক্ষেত,লাউ কিংবা সবজির মাচায় কালো হাঁড়ি কিংবা জুতা ঝুলিয়ে রাখা।

ডিম খেলে পরীক্ষায় রেজাল্ট খারাপ হবেএ ভয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় ডিম খেতে না দেয়া।

অথচ প্রচলিত এই বিষয়গুলো কুসংস্কার,অজ্ঞতা,মূর্খতা ছাড়া আর কিছুই নয়।আমাদের সকলের এই বিষয়ে সচেতন হওয়া দরকার।এবং এই কুসংস্কারগুলো এড়িয়ে চলা দরকার।

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326461
১৭ জুন ২০১৫ রাত ০৮:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুসংস্কার এর ঠেলায় হারিয়ে যায় সত্য।
১৭ জুন ২০১৫ রাত ০৮:৩৯
268798
সাজেদুল ইসলাম লিখেছেন : ঠিক।
১৭ জুন ২০১৫ রাত ১০:৩৭
268842
নীলাঞ্জনা লিখেছেন : প্রচলিত কিছু কুসংস্কার হলো-কুরবানির পশুর দাঁত,মাথা,শিং ঘরের মধ্যে কিংবা বাড়ির ছাদে টাঙ্গিয়ে রাখলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়।

তো, হাত তুলে আল্লা নামক বস্তুর কাছে দোয়া, মুনাজাত, কান্না.... এসব কি কুসংস্কার নয়?
326471
১৭ জুন ২০১৫ রাত ০৮:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এরা হচ্ছে "আহলে বেদাত ওয়াল ফাসেক".. ভালো লাগলো। ধন্যবাদ...
326487
১৭ জুন ২০১৫ রাত ১০:৩৭
নীলাঞ্জনা লিখেছেন : প্রচলিত কিছু কুসংস্কার হলো-কুরবানির পশুর দাঁত,মাথা,শিং ঘরের মধ্যে কিংবা বাড়ির ছাদে টাঙ্গিয়ে রাখলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়।

তো, হাত তুলে আল্লা নামক বস্তুর কাছে দোয়া, মুনাজাত, কান্না.... এসব কি কুসংস্কার নয়?
326497
১৭ জুন ২০১৫ রাত ১১:১৩
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান !
326522
১৮ জুন ২০১৫ রাত ০১:৩৫
নূর আল আমিন লিখেছেন : "আহলে বেদাত
ওয়াল
ফাসেক"..
326532
১৮ জুন ২০১৫ রাত ০২:১১
কথার_খই লিখেছেন : কুসংস্কারের আরো অনেক গুলো বিষয় আছে যা মানুষকে অন্ধ বানিয়ে রেখেছে।

তাবিজ এখানে অন্যতম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File