মানবাধিকার এর ফেরিওয়ালারা
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৪৭:০২ দুপুর
আমাদের দেশের মানবাধিকার এর ফেরিওয়ালারা আজ কোথায়।দেশে আজ প্রতিনিয়ত মানবাধিকার লঙ্গিত হচ্ছে।একজন সাধারণ মানুষের মৌলিক অধিকার হল-অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা ও চিকিৎসার অধিকার।এই পাঁচটি অধিকার যেখানে একজন সাধারণ মানুষের প্রাপ্য সেখানে আজ দেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম একটি রাজনৈতিক দলের প্রধান আজ এ অধিকার থেকে বঞ্চিত।আজ অনেক দিন যাবত থাকে তার অবরুদ্ধ করে রাখা হয়েছে।তার অফিসের বিদ্যুৎ,মোবাইল নেটওয়ার্কসহ যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।এখন আবার তার খাবার বন্ধ করা হয়েছে।
সরকার দলীয় লোক ব্যতীত অন্যরা আজ নিজের বাড়িতে রাত যাপন করতে পারছে না।কারণ সরকারের বাহিনীগুলো রাতের আধাঁরে তাদেরকে তুলে নিয়ে ক্রসফায়ার এর মাধ্যমে তাদেরকে হত্যা করছে।অথচ আজ আমাদের দেশের মানবাধিকার এর ফেরিওয়লারা নিরব।তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না।নাকি তাদের চোখে এগুলো কোন মানবাধিকার না।ধিক্কার জানাই এসব মানবাধিকার নামধারী সংস্থাগুলোকে যারা সুসময়ে মানবাধিকার এর বুলি ফেরি করে বেড়ায়।
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন