বিশ্ব ইজতেমা ও অবরোধ
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ০৮ জানুয়ারি, ২০১৫, ০৭:২১:৩১ সকাল
আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তাবলীগ জামাতের সর্ববৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা।অপরদিকে চলছে ২০ দলীয় জোটের অনির্দিষ্ট কালের অবরোধ কর্মসূচী।এ্ ইজতেমা উপলক্ষে ২০ দলীয় জোটের অনির্দিষ্ট কালের অরোধ স্থগিত করা হবে কি না এ নিয়ে জনমনে নানা প্রশ্ন শুরু হয়েছে।আমার মনে হয় এ ইজতেমা উপলক্ষে অবরোধ কর্মসূচী স্থগিত করার চেয়ে সবচেয়ে বড় হল এই নাস্তিক সরকারের পতন ঘটানো।বিশ্ব ইজতেমা ইসলামের এমন কোন বড় রুকন নয় যে,তা পালন করতে হবে।তাবলীগ জামাতের ভাইয়েরা একটি বার চিন্তা করুন ২০১৩সালের ৫মে এই নাস্তিক সরকারের পেটুয়া বাহিনী মতিঝিলের শাপলা চত্বরে নাস্তিকদের শাস্তির দাবীতে আন্দোলনরত হেফাজত কর্মীদের কি নৃশংসভাবে হত্যা করেছিল।শুধু তাই নয় এই নাস্তিক সরকার আজ দেশের শীর্ষস্থানীয় আলেমদের বন্দী করে রেখেছে।তাদের আশ্রয়-প্রশ্রয়ে নাস্তিকরা আমাদের প্রিয় নবী (সা)কে নিয়ে কটুক্তি করে যাচ্ছে।তাই ইজতেমার চেয়ে এদের পতন ঘটানো জরুরী।আর যদিও ইজতেমা করতে হয় তাহলে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের উচিত ইজতেমা উপলক্ষে সারাদেশ থেকে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ঢাকায় নিয়ে আসা।আর আখেরী মোনাজাতের দিন অর্থাৎ আখেরী মোনাজাতের পর সমাবেশ ডেকে সমস্ত ঢাকাকে অচল করে দেয়া।এই কাজটি করতে পারলে আশা করা যায় এই নাস্তিক সরকারের পতন ত্বরান্বিত হবে।
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি ঈদের পর আন্দোলন শুরু করবেন । কোন ঈদ সেটা উনি নিজেও জানেন না ।
এদেরকে সন্মান দিলে এরা মাথায় চড়ে ওঠে । ৩য় বিশ্বের অন্যান্য দেশ এদেরকে পুছেও না । তাই নাক গলাতে বাংলাদেশকেই বেছে নিত।
হাসিনা কি জিনিস এখনও এরা টের পায় নাই ।
শত্রুদের চোখে ''বেয়াদপ'' হতে হয় । তাহলে দাম বাড়ে।
মিনমিনে স্বভাবের হয়ে পিছন দিকে ছুরি মারার স্বভাবীদের এসবে মাথা কাজ করবে না ।
মন্তব্য করতে লগইন করুন