উত্তম আদর্শ
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ০৪ জানুয়ারি, ২০১৫, ০১:৫৬:৪১ দুপুর
তিনি দাতা দয়ালু,স্বর্গীয় মধুর চরিত্রবান,
সৃষ্ট জগতের নবী,উম্মতের শাফায়াতকারী
রাসূলগণের ইমাম,পথের অগ্রণী,খোদার
বিশ্বাসী আমীন,জিব্রিলের অবতরণ স্থান,
আপনার কি উপযুক্ত প্রশংসা করতে পারি?
আপনার পর সালাম,হে সৃষ্ট জগতের নবী।
পথভ্রষ্ট মানুষদের সৎপথে পরিচালনার জন্য মহান আল্লাহ যুগে যুগে এই পৃথিবীতে অনেক মহাপুরুষ প্রেরণ করেছেন।৫৭০ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে এমন এক মহাপুরুষ প্রেরণ করেছিলেন যিনি সমস্ত নবীদের ইমাম,সমস্ত মানবজাতির জন্য আদর্শ।যার আগমনে আইয়্যামে জাহেলিয়াতের সমস্ত অন্ধকার দূর হয়ে কায়েম হয়েছিল এক সোনালী সমাজ।তিনি হলেন আমার প্রাণের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা)।যিনি ছিলেন একজন নবী ও একজন সফল রাষ্ট নায়ক।যার আদর্শ ছিল সর্বোত্তম আদর্শ।তার আদর্শ সর্ম্পকে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন-
নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী।
সূরা-ক্বলম ৪
অন্য আয়াতে আবারো ইরশাদ হচ্ছে-
তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
সূরা-আহযাব ২১
তিনি যেমন শিশু হিসেবে আদর্শ ছিলেন তেমনি কিশোর.যুবক,স্বামী,পিতা,নানা ও সফল রাষ্ট নায়ক হিসেবে আদর্শ।আমাদের উচিত একমাত্র তাকে আদর্শ হিসেবে গ্রহণ করা।আমরা যদি তার আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে এ ধরায় আবারো শান্তি ফিরে আসবে।তাই আমরা তার সীরাতকে যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করি।আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুন।
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন