ওহে প্রভু
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ২৭ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৯:১৬ সকাল
দয়া কর ওহে প্রভু
বিপথগামী যাতে
না হই কভু।
তুমিতো মহান
ওহে দয়াবান।
দাও দিশা দাও
এমন পথের
যেপথে গেলে
তোমায় মিলে
এমন পথের
দায়ী বানাও।
এমন পথের দাও
দিশা দাও।
এমন পথে আমায়
কবুল করে নাও।
ওহে প্রভু
বিপথগামী যাতে
না হই কভু।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন