দেশের প্রান্তিক পর্যায়েও দিনদিন কোয়ালিটি শিক্ষার সম্প্রসারণ হচ্ছে
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৫ মে, ২০১৫, ০৭:৪৭:১৮ সন্ধ্যা
পিতা-মাতারা উচ্চমানের শিক্ষা প্রদানের আকাংখা নিয়ে তাদের ছেলেমেয়েদের ঢাকায় পাঠিয়ে দেন। তারপর শুরু হয় রাজ্যের দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা এখন আর তেমন করতে হবে না। কারণ এখন দেশের বিভিন্ন জেলায় অনেক ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রান্তিক পর্যায়ের ছাত্র/ছাত্রীরা সেখানে পড়ালেখা করতে পারছে। কোয়ালিটি এডুকেশন পেতে হলে দরকার কোয়ালিটি শিক্ষক। শিক্ষার ক্ষেত্রে কোয়ালিটি বনাম কোয়ানটিটি একটি বড় প্রশ্নের বিষয়। আবার কোয়ালিটি শিক্ষার জন্য দরকার উপযুক্ত এবং আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই সবের জন্য দরকার অনেক অর্থের। সরকার সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে শিক্ষাকে এগিয়ে নিয়ে চলেছে। এশিয়ার অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে নেই। দেশের প্রান্তিক পর্যায়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে সরকার শিক্ষার মান আরও ভাল করতে কাজ করছে। এতে করে শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে, ঢাকা কিংবা বিদেশের তুলনায় সমান কোয়ালিটির শিক্ষা অর্জন করতে পারবে। বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর শাখা বাংলাদেশে চালু করার অনুমতি দিয়েছে সরকার।
বিষয়: বিবিধ
৬৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন