বিদ্যুতের চাহিদা মেটাতে ও স্বল্প খরচে বিদ্যুৎ ঘরে ঘরে পৌছে দিতে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র চালুর সিদ্ধান্ত সরকারের
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৫ মে, ২০১৫, ০৭:৪৩:২৪ সন্ধ্যা
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নীতিমালা অনুসরণ করে ‘পারমাণবিক বিদ্যুতকেন্দ্র আইন, ২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রূপপুরে পারমাণবিক বিদ্যুতকেন্দ্র স্থাপনে কাজ চলছে। বর্তমানে এটি ভাল পর্যায়ে চলে এসেছে। এ বিষয়ে রাশিয়া সরকার আর্থিক এবং কারিগরি সহযোগিতা দেবে। এজন্য রাশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি একটি উচ্চ প্রযুক্তিঘন প্রকল্প। ইতোমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের অবকাঠামোর নির্মাণ কাজ চলছে। ২০১৭ সালের জুন পর্যন্ত প্রথম পর্যায়ে বাস্তবায়িত হবে প্রকল্পটি। ২০২১ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুতকেন্দ্র চালু হবে। বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণরূপে চালু হলে সকলের কাছে বিদ্যুৎ পৌছানোর সরকারের যে পরিকল্পনা তা অনেকাংশে সম্ভব হবে বলে আশা করা যায়।
বিষয়: বিবিধ
৮০৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পদ্মা সেতু যার প্রকৃষ্ট উদাহরণ।
যেদিন বাস্তবে রূপ পাবে সেদিন এমন খবর পড়ে সত্যিই আনন্দ পাব কিন্তু তার আগে শুধু পকেট কাটা যাওয়ার দুঃস্বপ্ন দেখি।
পদ্মা সেতুর নামে আমার স্কুল পড়ুয়া দুই বাচ্চার কাছ থেকে দুইবার চাঁদা নেয়া হয়েছে তাও আবার শিক্ষমন্ত্রীর নাম ভাঙিয়ে একেবারে রাজধানী ঢাকায়।
বিদেশে আসার সময় বিমানবন্দরে আমার নিজের পকেট কাটা গেছে।
তার পরেও যদি সেতু হত তাহলেও আফসোস ছিলনা।
মন্তব্য করতে লগইন করুন