দেশের সাধারন মানুষকে রাজনীতির জিম্মিদশা ও যাতাকলে আবদ্ধ না করে, সকল প্রতিহিংসা, ক্ষমতা তন্ত্রের নেশার রাজনীতি বন্ধ করে দেশকে ভালবাসা উচিত
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২০ জানুয়ারি, ২০১৫, ০৬:২৫:৩৮ সন্ধ্যা
বিএনপি নেত্রী তার গুলশান কার্যালয়ে আটকা পড়া এই কৌশলকে কভার হিসাবে ব্যবহার করে তিনি নিজেই সেখান অবস্থান করেন। উদ্ভূত এমন অবস্থায় বিএনপির নেত্রী দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। এই অবরোধ অনির্দিষ্ট কালের জন্য। আসলে এটা ছিল তার একমাত্র রাজনৈতিক ইস্যু যা হরতাল, অবরোধ দেওয়ার জন্য। বর্তমানে এই দেশের মানুষ অবরোধের শিকার। সড়কে-মহাসড়ক চলছে যাত্রাবাহী ও পণ্যবাহী যানবাহনগুলোতে অগ্নি-সংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ করে নিরীহ নারী-পুরুষ-শিশুকে দগ্ধকরণ। এই অবরোধের এমন ভয়ঙ্কর নাশকতামূলক চরিত্র দেখে মনে হতে পারে যে দেশের সাধারণ মানুষেরাই বুঝি রাজনীতিবিদদের ক্ষমতায় আরোহণের পথে বাধা। এই হরতাল ক্ষেতের ফসল আর শিল্পজাত দ্রব্য শহরে-নগরে-বন্দরে সরবরাহ ব্যবস্থা রুদ্ধ করে দিতেই যেনো অবরোধের এই ডাক, বাসে-ট্রাকে মানুষ পুড়িয়ে ক্ষমতার রশি নিজের দিকে টেনে ছোট করা। প্রতিদিনের অবিশ্বাসের রাজনীতির মধ্য দিয়ে এদেশে আবারও জঙ্গীবাদী উগ্রপন্থার আবির্ভাবের পথ খুলে যাক দেশের মানুষ তা চায় না। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের সুস্থ গণতান্ত্রিক বিকাশ দেখতে চায়। কেবল ক্ষমতার রাজনীতির আবর্তে অন্ধ হয়ে না থেকে দায়িত্বশীল আচরণের পরিচয় দিয়ে জনবান্ধব রাজনীতির চর্চায় ফিরে এসে মানুষ হত্যা বন্ধ করতে হবে।
বিষয়: বিবিধ
৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন