সৌর বিদ্যুত খাতে দেড় কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক । এর মাধ্যমে গ্রামাঞ্চলে পরিবেশবান্ধব শক্তি বাড়বে এবং ছয় হাজার ৬৬০ কৃষক সৌর পাম্প চালাতে পারবেন
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৬ জুলাই, ২০১৫, ০৩:২৬:১৩ দুপুর
সৌর বিদ্যুতে দেড় কোটি মার্কিন ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। গ্লোবাল পার্টনারশিপ আউটপুটভিত্তিক এইডের (জিপিওবিএ) আওতায় এ অনুদান দেবে সংস্থাটি। এর মাধ্যমে গ্রামাঞ্চলে পরিবেশবান্ধব শক্তি বাড়বে এবং ছয় হাজার ৬৬০ কৃষক সৌর পাম্প চালাতে পারবেন। এছাড়া, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষকে ২শ’ ২৫টি সোলার হোম সিস্টেম (এসএইচএস) ও দুই হাজার ৫০০টি মিনি-গ্রিড সংযোগ দেয়া হবে। এর ফলে সৌর শক্তির মাধ্যমে বিদ্যুত চাহিদা পূরণ করতে পারবেন তাঁরা। নিম্ন আয়ের পরিবারগুলো পরিবেশবান্ধব এসব সুবিধা সাশ্রয়ী মূল্যে পাবে। এছাড়া বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে দেশের নয় হাজার ৮শ’ ৫০টি পরিবার পরিবেশবান্ধবভাবে রান্নার কাজ সারতে পারবে। জিপিওবিএয়ের আওতায় নতুন করে ১৫ মিলিয়ন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। এর ফলে গ্রামীণ মানুষের সেচ কাজসহ রান্নার কাজ আরও সহায়ক ভূমিকা পালন করবে এ অনুদান। ডিজেলচালিত পাম্পের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা পাবেন গ্রামীণ মানুষ।
বিষয়: বিবিধ
৭৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন