তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে দাঁড়ালেন তিনি আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৬ জুলাই, ২০১৫, ০৩:২৩:৫৬ দুপুর
অবশেষে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’র দাবি থেকে সরে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিজের এতদিনের অনঢ় দাবিতে সংশোধনী এনে এখন তিনি বললেন ‘আমি বলবো না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। যে নামেই হোক, একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা সুষ্ঠু জাতীয় নির্বাচন চাই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পর পর দুই মেয়াদে প্রায় পাঁচ বছর ধরে আন্দোলন করে আসছেন খালেদা জিয়া। এখন তিনি বুঝতে পেরেছেন তিনিই ভুল পথে ছিলেন। এবং আওয়ামী লীগ সরকার সঠিক ছিলেন। নিজ দাবিতে অটল থেকে তিনি গতবছরের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনও বর্জন করেন। বিনা কারণে জ্বালাও পোড়াও করে নিরিহ মানুযের জীবন নিয়ে ছেলে খেলা করেছে। নির্বাচন নিয়ে কত কথা না বলেছেন খলেদা জিয়া। অথচ তিনি এখন সঠিক পথে আসেছেন। গত তিনটি সিটি নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, এমনটি নয়। তত্ত্বাবধায়কের অধীনে না হলেও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেটাই প্রমান করেছে বর্তমান সরকার।
বিষয়: বিবিধ
৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন