খালেদা-তারেকবিহীন বিএনপি গঠন নিয়ে আলোচনায় বসেছেন নেতারা

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৪ জুলাই, ২০১৫, ০৪:০০:৪২ বিকাল



সরকারের এই চলার পথে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলো থেকে বারবার বাধা আসা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এসব বাধাকে প্রতিরোধ করে বাংলাদেশের উন্নতির যাত্রাকে অব্যাহত রেখেছে। নির্বাচন ঠেকানোর জন্য দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জ্বালাও-পোড়াও আন্দোলন শুরু করেছিল বিএনপি-জামায়াত জোট। এখন তারা হাড়ে হাড়ে উপলব্ধি করছে তাদের সেই সিদ্ধান্ত ও আন্দোলনের ধারা ছিল ভুল। দেশের জনগণ তাদের সমর্থন করেনি। শুধু দলীয় কর্মীদের নিয়ে রাজনৈতিক মাঠে আন্দোলন যে সফল হয় না এ কথা বিএনপি হয়তো আগে থেকে বুঝে উঠতে পারেনি। তা ছাড়া বিএনপির অতিরিক্ত জামায়াতনির্ভরতা দলটিকে আজ এমন অবস্থানে নিয়ে এসেছে । বিএনপি সময়মতো মানুষের নাড়ির কথা বুঝতে পারেনি। আর এ কারণেই দলটি এখন নাই নাই অবস্থায় এসে দাঁড়িয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতের অংশগ্রহণে বাধা থাকার কারণেই মূলত বিএনপি সেদিন নির্বাচনে অংশগ্রহণ না করে জামায়াতকে সঙ্গে নিয়ে তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে দেশ ধ্বংসের আন্দোলনে নেমে পড়েছিল। কারণ খালেদা জিয়া আর তার পুত্র তারেক রহমান মনে করেন জামায়াতের সহযোগিতা ছাড়া বিএনপি এককভাবে আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবেন না। যার কারণে আজ বিএনপির একটা বিরাট নেতৃত্ব খালেদা-তারেকবিহীন বিএনপি গঠন নিয়ে আলোচনায় বসেছেন। ইতিমধ্যে তাদের অনেকেই নেতা প্রকাশ্যে বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার আদর্শ থেকে বর্তমান বিএনপি দূরে সরে এসেছে। সুতরাং বিএনপিকে নতুন করে ঢেলে সাজানো জরুরি হয়ে পড়েছে। খালেদা জিয়ার ব্যর্থতার কারণে ভবিষ্যতে বিএনপি ভেঙে নতুন দল সৃষ্টি হলে তারা আগামী ২০১৯ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলকে সংগঠিত করার একটা ভালো সুযোগ পাবে।

বিষয়: বিবিধ

৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File