<><><><><><><><><><><><><><><><><><><>পাগল যে এখনো ঠান্ডা হলো না ! কারোর কি কোন কিছু করার নাই ? <><><><><><><><><><><><><><><><><><><><>

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ জুলাই, ২০১৫, ০৪:০০:৩৭ বিকাল

ঈদের আগে থেকে পাগল একলা পুরা ব্লগটাকে মনগড়া যুক্তি দিয়ে ইসলামের শ্রেষ্টত্বের ভুল ধরিয়ে দিচ্ছে অথচ দিনের পর দিন পাঠক থেকে শুরু করে ব্লগাররা নিরবে দর্শকের ভুমিকা পালন করছে দু-একজন অবশ্য মুখ খুলেছেন।

আমি আবারও বলছি আপনারা পাগলকে থামান ! অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সেই পাগলটি পারলে প্রতি মিনিটেই একটা করে ব্লগ লিখতো কিন্তু দুই ঘন্টার আগে কতৃপক্ষ প্রকাশ না করাতে সেটা সম্ভব হচ্ছে না।

পরিশেষে বলব ইসলামকে হেও করার মতলবে বুদ্ধিমান সেজে ব্লগের ভিতর ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলেছে।

বিগত সময়ে আমার ব্লগের ব্যাপারে কয়েকজন বললেন সেই পাগলটি লেখুক না ব্লগে সকল শ্রেনীর লোক থাকলে ব্লগের মান উন্নত হয় ।

আমার কাছে কথাটা আশ্বর্যের মনে হলো , একজন নাস্তিক একজান মুর্খ বুদ্ধিমান আমাদেরকে জ্ঞান দিবে আর আমরা তার কথা শুনবো ?

বোকারাম কোথাকার !!

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331377
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৩
হতভাগা লিখেছেন : নিজামী সাহেবকে নিয়ে একটা কড়া পোস্ট দেওয়াতে মনে হয় শিবিরিয়ানদের গা জ্বলুনি শুরু হয়ে গেছে
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:২০
273634
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই আপনি ভুল বলছেন
জামায়াত কখনো কাউকে বুক দিলে পিঠ অন্য কাউকে দেয় না জেনে রাখবেন।
বিগত ৭ বছর বিএনপির মতো একটা জাদরেল দলকে তোষকের তলায় জামায়াত হেফাযতে রেখেছিল
আর একটা কথা শুনেন নিজামীকে নিয়েই নয় এই লোকটি মক্কাকে নিয়ে , মদিনাকে নিয়ে , বর্তমান সৌদি শাষকদেরকে নিয়ে অহেতুক পোষ্ট দিয়েছিল
আপনি পড়ে দেখেন
নিজামী যদি অন্যায় করে তবে তার বিরুদ্ধে পোষ্ট দিবে তাতে দোষের কি আছে ? তাই না
তবে আপনি ঐ মুর্খটার পোষ্টগুলি পড়েন একজন মুসলমান হিসেবে মুসলমানিত্বকে অবশ্বই প্রধান্য দিব চাই যে যেই দেলই কুরক না কেন ভ
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪২
273638
হতভাগা লিখেছেন : উনার কিছু কিছু ব্যাপার নিয়ে আমার দ্বিমত আছে । যেমন , উনার কাছে উতসব হচ্ছে সবার ।

ইসলামের কিছুটা জ্ঞান যার কাছে আছে সে কি এটাকে ঠিক মনে করবে যে দূর্গা পূঁজার উতসবে যাওয়া ও সেখানকার প্রসাদ খাওয়া একজন মুসলমানের জন্য সঠিক ?

উনার আরও একটা একটিভিটি আছে যে , উনি এবং উনার সমমনারা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করে যেখানে নারী পুরুষের মেলামেশা এড়ানো কঠিন । সেখানে একজন নারীর সাথে আরেকজন পুরুষের দেখা দেখি হওয়ার সম্ভাবনা সমূহ এবং তাদের মধ্যে হাসাহাসি খুবই স্বাভাবিক । ইসলাম নারীদেরকে অপরিচিত, পরপুরুষদের সাথে না হেসে কিছুটা রুক্ষস্বরেই কথা বলতে বলে ।

এসব প্রসঙ্গে প্রশ্ন করলে উনার ব্যস্ততা শুরু হয়ে যায় এবং প্রসঙ্গও ঘুরিয়ে ফেলার প্রবনতা দেখা যায় ।

শিবিরিয়ানদের মতবাদের একটা আমাকে খুবই মর্মাহত করে যে তারা যারা ৭১ এ নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে সেটার রেটিফাই করে । অথচ আল্লাহই বলে দিয়েছে বিনা অপরাধে কাউকে খুন করা মানে পুরো মানবজাতিকে খুব করা । নিজেদের ইসলামের খুব অনুসারী বলে দাবী করা শিবিরিয়ানরা কি এই আয়াতের মিনিং বুঝে না ?

কি হত যদি শিবিরিয়ানরা তাদের নেতাদের ৭১ এ কৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতো ?

এতে লাভ হত শিবিরিয়ানদেরই এবং সাথে সাথে মুখোশ খুলে যেত এবং চরম বিপদে পড়ে যেত চেতনাবাজেরা ।

মাথায় সামান্যতম যদি ঘিলু নিয়ে রাজনীতি করতো তাহলে আজ জামায়াত-শিবিরের এই দশা আসতো না ।
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
273652
শেখের পোলা লিখেছেন : ভাই হত ভাগা, ৭১ এ কয়জন জামাত কত জনকে খুন করেছিল আমার জানা নাই তবে ২৩ মার্চ রাতে আওয়ামীরা আমার এরিয়ায় কয়েক হাজার বিহারী খুন করেছিল তা আমার দেখা আছে৷ আর এখনও তা করে যাচ্ছে৷ তাদের ক বার ক্ষমা চাওয়ার দাবী উঠেছে? আর ৭১ যাদের হাতে অস্ত্র বা শাসন ছিল তারা ছিল মুসলীম লীগ,তাদের ক্ষমা চাইতে বলেন না কেন? কারণ তারা আজ আর হুমকী নয়৷ আর প্রতিটা মসজিদের ইমাম প্রতি ওয়াক্তে পািস্তানের পক্ষে দোওয়া করেছে তাদের ক জন ক্ষমা চেয়েছেন? এর জন্যও কি ঘিলুর প্রয়োজন নেই?ধন্যবাদ৷
331378
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাগল এর শাস্তি নাই ভাই।
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৪
273642
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : =Happy =Happy
331397
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২০
রক্তলাল লিখেছেন : পাগল না চলে গেল গোস্বা করে? আবার দেখি ফেরত আসছে।

লাথি গুতা খেয়ে অন্য জায়গায় টিকতে পারেনি। এখানে এসেই মরতে হবে।
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
273657
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক ধরেছেন ওটার কোন লজ্জাশরম নাই
ধন্যবাদ
331401
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
আকবার১ লিখেছেন : ১৯৭১ ঢাকা শহরের সব থানায় জামাতের সংগঠন ছিল না। মাএ কয়েকটি থানায় ছিল।
ঐ সময় মুসলিমলীগের প্রতাব ছিল।
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
273658
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:২৪
273680
রক্তলাল লিখেছেন : কারে কি বলেন। শয়তানদের হাজার অজুহাত থাকে সত্যকে অস্বীকার করার।

আওয়ামী আর ধুতিবাবুদের ভয়ে ওরা সবকিছুই বিসর্জন দেয়।
২৪ জুলাই ২০১৫ রাত ১০:১৮
273718
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাথে সহমত পোষন করলাম
আপনাকে অনেক ধন্যবাদ
331422
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:০৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পেইড এজেন্ট মনে হয় সে, একতরফা সমালোচনা করে..
২৪ জুলাই ২০১৫ রাত ১০:২০
273719
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এটা বিএনপির লোক
অযথা প্যান প্যান করেছে তাদেরকে যে জামায়াত শিবির কম্বলের তলে বাচায়ে রেখেছে সেটা বুঝে আসে না
ধন্যবাদ
331452
২৪ জুলাই ২০১৫ রাত ১১:৩৪
আফরা লিখেছেন : আমাদের এখানে কিছু পাগল আছে শীতের সময় এদের পাগলামী বেড়ে যায় । বাংলাদেশ তো গরমের দেশ তাই মনে গরমে উনার পাগলামী বেশি বেড়ে গিয়েছে ।
ধন্যবাদ ।
২৫ জুলাই ২০১৫ রাত ১২:১৪
273729
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File