আন্দোলন কখনোই ফুলের বিছানা ছিল না, আত্মত্যাগ দিয়েই আন্দোলন সফল হয়

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৮ এপ্রিল, ২০১৫, ০৪:০৭:৪৬ বিকাল



শত শত নিরীহ মানুষকে পেট্রলবোমায় দগ্ধ করার ক্ষতি হিসাবে আসবে কিভাবে? আন্দোলন ডেকে নেতারা গায়েব, রাস্তায় পেট্রলবোমা সন্ত্রাসী নামানোর ক্ষতি হিসাব হবে কিভাবে?

মিথ্যাচার, বিভ্রান্তি সৃষ্টির অপপ্রযাসকে রাজনীতি, আন্দোলন বলার বিভ্রান্ত তরুন-যুবসমাজ সৃষ্টির ক্ষতির হিসাব হবে কিভাবে? মানুষ হত্যা করে, মানুষকে আতংকিত করে রাজনীতি করা যায়, আন্দোলন করা যায় - এমন দৃষ্টান্ত সৃষ্টির ক্ষতি হিসাব হবে কিভাবে? অপরাজনীতিকে রাজনীতি, সন্ত্রাসকে আন্দোলন বলার ক্ষতি হিসাবে আসবে কিভাবে? রাজনীতি থাকলে আন্দোলন থাকবে। আন্দোলনের গর্বিত ইতিহাস আমাদের। সেই গর্বিত ইতিহাসের আন্দোলন কোথায়? মানুষ হত্যা কি সেই গর্বিত ইতিহাসের অংশ? আন্দোলন ডেকে নেতা-নেত্রীরা গায়েব হয়ে যাবেন, এমন আন্দোলনের নজির কি কেউ কখনো দেখেছেন? রাজনীতির আস্তাকুড়ের নেতা ও তাদের পোষ্য বুদ্ধিপাপীরা গায়েব হয়ে যাওয়ার যুক্তি খুঁজেন এভাবে - ওরা মারে, গুলি করে, রাস্তায় নামবো কিভাবে? তারা ভুলে যায়, আন্দোলন কখনোই ফুলের বিছানা ছিল না। আত্মত্যাগ দিয়েই আন্দোলন সফল হয়। ইতিহাস তাই বলে। কিন্তু আন্দোলন সম্পর্ক এ কি ধারণা দিলেন খালেদা ও বিএনপি? এই ধারণাগত পরিবর্তনের ক্ষতি কত, সেটা হিসাব হবে কিভাবে? অর্থনীতির ক্ষতির চেয়েও এই ক্ষতিগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী, যা আন্দোলন, রাজনীতি, ইতিহাসকে কলংকিত করে। এই কলংকিত আন্দোলন, রাজনীতি, ইতিহাসের একটি ধারক ও বাহক শ্রেণী সৃষ্টি করেছে বিএনপি ও খালেদা। এই ক্ষতি অপরিমাপনযোগ্য, কিন্তু রাজনীতিতে এর প্রভাব সুদুরপ্রসারী। ক্ষতি অনেক হয়েছে। আর যেন এসব ক্ষতির মুখোমুখি হতে না হয়, সেজন্য দায়-দায়িত্ব সবার আছে। এই দায় আমরা কোনভাবেই এড়াতে পারি না। এই দায়-দায়িত্ব থেকে অপরাজনীতিকে না বলতে হবে, সন্ত্রাস-সহিংসতা-নৈরাজ্য-জঙ্গি অপতৎপরতাকে না বলতে হবে; প্রত্যাখ্যান করতে হবে। আমাদের মাঝেই কারো কারো সমর্থন পায় বলেই অযোগ্য, অপদার্থ অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতি, আন্দোলনের নামে চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, হত্যা চালানোর সাহস দেখায়। এই সমর্থন দেয়া বন্ধ করতে হবে। মানুষ হত্যা কোন যুক্তিতেই সমর্থনযোগ্য নয়, তা স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিতে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে অপরাজনীতির ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া যাবে। আগামীর বাংলাদেশ গড়তে সন্ত্রাস, সহিংসতানির্ভর অপরাজনীতিকে না বলুন, প্রত্যাখ্যান করুন।

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File