জল্লাদ কামারুজ্জামানের ফাঁসিঃ ইতিহাসের দায়মোচনের আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৮ এপ্রিল, ২০১৫, ০৪:০৬:০৩ বিকাল



১৯৭১ সালে বাঙালীর মুক্তিযুদ্ধের বিরোধীতা করে স্বাধীনতাবিরোধী জামায়াত রাজাকার-আলবদর-আলশামস বাহিনী গঠন করে বাঙালী নিধনে নেমেছিল। হত্যা, খুন, ধর্ষন, অগ্নিসংযোগ, লুটপাটসহ সকল প্রকার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল এই জল্লাদরা। দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে জাতীয় বেঈমান মোশতাক ও জিয়া সেই জল্লাদ স্বাধীনতাবিরোধী জামায়াতকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। খালেদা জিয়া এই জল্লাদদের নিয়ে রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশকে জঙ্গিবাদী তালেবানী রাষ্ট্র বানানোর চক্রান্ত করেছিল। স্বাধীনতাবিরোধী জামাত ও তাদের দোসর বিএনপির জঙ্গিবাদী-তালেবানী রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত রুখে দেয় মহাজোট সরকার। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়, জঙ্গিবাদীদের আস্তানা উচ্ছেদে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য স্বাধীনতাবিরোধী জামায়াত ও তাদের দোসর বিএনপি নানামুখী চক্রান্তে লিপ্ত হয়। মানুষকে পেট্রলবোমায় পুড়িয়ে মারে। আজ যুদ্ধাপরাধীদের বিচারে নরঘাতক কামারুজ্জামানের রিভিউ খারিজ করার মাধ্যমে ফাঁসির দন্ড বহাল রেখেছে আদালত। আইনের সকল সুবিধা প্রদান করা হয়েছে এই ঘাতকদের। তবুও তারা অসভ্যদের চিৎকার করে, ‘প্রতি ফোঁটা রক্তের জবাব দেয়া হবে’। এই অসভ্য, জল্লাদদের বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে হবে। সবাই সোচ্চার থাকুন।

বিষয়: বিবিধ

৮২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File