কেউ গড়ার কারিগর আবার কেউ ধ্বংসের কারিগর
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২০ মার্চ, ২০১৫, ০৫:০০:৩২ বিকাল
পড়াশোনা যেন খালেদা জিয়ার মোটেই পছন্দ নয়। বর্তমান সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের বই দেই আর খালেদা জিয়া সেই বই পুড়ে ফেলেন। তিনি কেবল বই পোড়ান না, পেট্রোল বোমা-ককটেল মেরে নিষ্পাপ শিশুদেরও পুড়ে মারেন। এসব ঘটনা দেখলে কোন বাবা-মা চাইবেন তার ছেলেমেয়েকে স্কুলে দিতে? সেখানেই যেন খালেদার সফলতা। আসলে বর্তমান সরকার সৃষ্টি করি, আর খালেদা জিয়া তা ধ্বংস করেন। সরকার সাধারণ মানুষের জন্য রেলের উন্নয়ন করেছে, অথচ খালেদা জিয়া এই রেলের ওপরও অন্তত ৩৬ বার আক্রমণ করেছেন। যারা বাস-ট্রাকের ব্যবসা করে এমনকি ড্রাইভার-হেলপার তাদেরও পুড়িয়ে মারছেন তিনি। কোনো মানুষ যেন শান্তিতে না থাকতে পারে সেটা নিশ্চিত করাই যেন তার কাজ। তিনি অন্তঃস্বত্ত্বাকেও পুড়িয়ে মেরেছেন। আমরা চাই মানুষকে শান্তিতে রাখতে, কিন্তু সেটা তার সহ্য হয় না। কী ক্ষোভ তার মানুষের ওপর? আসলে বাংলাদেশের উন্নয়ন তার সহ্য হয় না। তার দিলেতো আছে পেয়ারে পাকিস্তান। বাংলাদেশের উন্নয়ন ঠেকাতে তিনি জ্বালাও-পোড়াও ধ্বংসের রাজনীতি করে যাচ্ছেন। একটানা তিনি কার্যালয়ে বসে থেকে এসব করছেন। কে আছে যে নিজের বাড়ি ঘর রেখে অফিসে বসে থাকে এতো দিন? ছিঃ খালেদা ছিঃ ছিঃ...............।
বিষয়: বিবিধ
৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন