দীর্ঘ উপকুল কাজে লাগানোর লক্ষ্যে ডেনমার্কের সহযোগিতায় চট্টগ্রামে নিউমুরিং টার্মিনাল ও পটুয়াখালীতে পায়রা বন্দর স্থাপন করতে যাচ্ছে

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২০ মার্চ, ২০১৫, ০৪:৫৭:৫৯ বিকাল



চট্টগ্রামে নিউমুরিং টার্মিনাল ও পটুয়াখালীতে পায়রা বন্দরসহ বাংলাদেশে অবকাঠামো নির্মাণ করতে যাচ্ছে বর্তমান সরকার ও ডেনমার্কের একটি কোম্পানি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করে এ কথা জানান সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী মোজেনস জেনসেন। ডেনিশ প্রতিষ্ঠান ‘এপি মোলার টার্মিনাল’ নিউমুরিং টার্মিনালের বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং পায়রা বন্দরের বিষয়ে সরকারের সঙ্গে সরকারের সহযোগিতার মডেলে কাজ করার প্রস্তাব দিয়েছে। এছাড়াও অপর ডেনিশ কোম্পানি ‘ভেসটাস’ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে কাজ করছে। দেশবাসী মনে করে, এই প্রকল্পের মাধ্যমে দুষণমুক্ত জ্বালানি উৎপাদনের লক্ষ্যে দীর্ঘ উপকূল কাজে লাগানোর একটি সুযোগ বাস্তবায়িত হবে।

বিষয়: বিবিধ

৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File