বিএনপি-জামাত দেশের মানুষ, মানুষের অধিকার, গণতন্ত্র, নির্বাচন সবকিছুকেই ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৩ মার্চ, ২০১৫, ০৭:১০:৩৭ সন্ধ্যা

জনগণের গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র, নির্বাচন - এসব কথা বিএনপি-জামাত মুখে বলে, কিন্তু তারা মানুষের অধিকার, গণতন্ত্র, নির্বাচন - সবকিছুকেই ধ্বংস করে দেয়ার কাজটি করে সুচারুভাবে। ২০১৩ সালে থেকে খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো বর্বরতা চালাচ্ছে। এখন হরতাল-অবরোধের নামে আবারও সেই একই বর্বরতা, নাশকতা চালাচ্ছে। তাই মানুষ বিক্ষুব্ধ হয়ে খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে। এখন সচেতন মানুষ, পেশাজীবীরাও রাজনীতিবিদদের এসব গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার পক্ষে চলে গেছে। যারা ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ - দেশের কথা ভাবেন, মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত করার কথা বলেন, গণতন্ত্র-সুশাসনের কথা বলেন, তাদের কি উচিত নয় আন্দোলনের নামে হরতাল-অবরোধে পেট্রলবোমা দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার বিপক্ষে সুদৃঢ অবস্থান ঘোষণা করা? এটাকেও কি নিছক দলবাজির রাজনীতি বলবেন, নাকি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটিই জাতীয় স্বার্থ রক্ষার দাবি? ভেবে দেখার সময় এসেছে। বিএনপি-জামাত বর্বররা দেশের মানুষ, মানুষের অধিকার, গণতন্ত্র, নির্বাচন - সবকিছুকেই ধ্বংস করে দিতে উদ্যোত হয়েছে। হরতাল অবরোধ গণতান্ত্রিক অধিকার, দেশের মানুষ এর অপব্যবহারকারীদের নিষিদ্ধ চায়।

বিষয়: বিবিধ

৬৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File