আবারও বানোয়াট বিবৃতি চর্চায় ফেঁসে গেল বিএনপি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ মার্চ, ২০১৫, ০৭:০৬:৫১ সন্ধ্যা
এবার জাতিসংঘের বিবৃতিকে মিথ্যা উদ্ধৃতি করে খবর ছাপিয়ে সুবিধা নিতে চেয়েছে বিএনপি-জামায়াত। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি বানোয়াট ও মিথ্যাচার বলে প্রমাণিত হয়েছে। রাজনৈতিক নেতা হিসেবে নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা-সমাবেশে নিয়মিতভাবে বক্তব্য দিচ্ছেন এমন ব্যক্তিরা জাতিসংঘের মিডিয়া ক্রেডেনশিয়াল নিয়ে এ ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। এদের মধ্যে মুশফিক ফজল আনসারি নামের এক ব্যক্তিকে সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। খালেদা জিয়ার ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সচিব বলে পরিচয় দিচ্ছেন এই মুশফিক ফজল আনসারী। খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে এই মুশফিক ফজল আনসারী তার সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। জাতিসংঘে বাংলাদেশ মিশনের অভিযোগ, জাতিসংঘের নিয়মিত ব্রিফিংগুলোতে হাজির হয়ে বিভিন্ন প্রশ্ন করে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন তিনি। নিউইয়র্ক, পেনসিলভেনিয়ার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল এবং জাসাসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এই মুশফিক ফজল আনসারী। তাকেই দেখা যাচ্ছে জাতিসংঘের ব্রিফিংয়ে। আর ব্রিফিং থেকে বের হয়ে নিজের ইচ্ছামতো বানোয়াট খবর বানিয়ে মিডিয়ায় প্রচার করছেন। খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানায় জাতিসংঘের উদ্বেগের খবরটি তার সবশেষ সংযোজন। এদিকে, জাতিসংঘের বুধবারের ব্রিফ্রিংয়ে উদ্বেগের কথা আদৌ ছিলো না, তা জানা গেছে ওয়েবসাইটে তুলে ধরা বিস্তারিত বর্ণনায়। মুশফিক ফজলের মতো রাজনৈতিক নেতারা কিভাবে জাতিসংঘের মিডিয়া ক্রেডেনশিয়াল পাচ্ছেন সে নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। এরই মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে মিশন। এর আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিচয়ে যুক্তরাষ্ট্রের অপর প্রবাসী জাহিদ এফ সরদার সাদী একই ধরনের অপতৎপরতা চালিয়ে ধরা পড়ে দল থেকে বহিষ্কৃত হন। কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতি করে বিবৃতি তৈরি করেন জাহিদ সরদার সাদী। বিএনপি হচ্ছে এমন একটি দল যারা মিথ্যা উদ্ধৃতি প্রকাশে খুবই পারদর্শী। সময় এসেছে এদেরকে পরিহার করার। আসুন আমরা সবাই মিলে এদেরকে পরিহার করি।
বিষয়: বিবিধ
৭৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন