২১শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসের দিনেও বিএনপির ডাকা অবরোধের রাজনীতির উদাহরণ বাঙালির জীবনকে বহুদিন ভোগাবে

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২৬:২৮ বিকাল

বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটল। ২০১৫ সালের ২১শে ফেব্রুয়ারির দিনে অবরোধ চলেছে। শনিবার, ২১শে ফেব্রুয়ারিতে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের ৪৭তম দিন। অনেকের ধারণা ছিল, মহান ভাষা দিবসের দিনে অন্তত হরতাল-অবরোধ থাকবে না। পরীক্ষার দিনে যেমন হরতাল-অবরোধ তেমনি মহান ভাষা দিবসেও অবরোধ। এটা বোধহয় না হলেও চলত। না, তা হবার নয়। অবরোধ-হরতাল চলেছে। আগাম কর্মসূচি ঘোষিত হচ্ছে। এতে তিন ধরনের ক্ষতিসাধিত হয়ে চলেছে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক। শীতকাল বিয়েশাদির সময়। সাধারণ মানুষ পর্যন্ত ছেলে-মেয়ের বিয়েশাদির তারিখ নির্ধারণে অপারগ হচ্ছেন। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা যাচ্ছে না। অনুষ্ঠান বাতিল হচ্ছে। মানুষ আতঙ্কে। বিয়ে উপলক্ষে মানুষের আনন্দ-উল্লাসের পথটিও রুদ্ধ হয়েছে। রাজনৈতিক ক্ষতির কথা আর আলোচনা করলাম না। এক কথায় আন্দোলনে যুক্ত হয়ে গেল সহিংসতা, জ্বালাও-পোড়াও। সম্ভবত এই উদাহরণ বাঙালির জীবনকে বহুদিন ভোগাবে।

বিষয়: বিবিধ

৭১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File