বিএনপি জামায়াতের টার্গেট সাবমেরিন কেবল

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৩২:১৬ বিকাল

দেশের বিভিন্ন স্থানে যানবাহনে ঘুমন্ত যাত্রীদের ওপর পেট্রোলবোমা মেরে হত্যা করার পর বিএনপি-জামায়াত ও জঙ্গীরা এবার টার্গেট করেছে সাবমেরিন কেবলকে। ভয়ঙ্কর জঙ্গী ছালামত উল্লাহর সঙ্গে বিএনপি-জামায়াতের কতিপয় নেতার গোপন বৈঠকের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সরকারের রাজস্ব আয়ের এ বিশাল সেবা খাত কক্সবাজারের সাবমেরিন কেবলের ওপর কুনজর দিয়েছে সহিংস হামলাকারীরা। যে কোন মুহূর্তে সাবমেরিন কেবলের তার কেটে দিয়ে ১৩টি দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে ওইসব দুর্বৃত্তরা। দুর্দান্ত রোহিঙ্গা জঙ্গী ছালামতসহ কয়েক জঙ্গী নাশকতা ও সহিংস হামলায় লাদেন স্টাইলে কাজ করে থাকে। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে জঙ্গী ছালামতসহ তার সহযোগীরা মাত্র ৪ ঘণ্টায় রামুর ১২টি প্রাচীন বৌদ্ধবিহার জালিয়ে ধ্বংস করে দিয়েছিল। এবার বিএনপি-জামায়াত চক্র সাবমেরিন কেবল (অপটিক্যাল ফাইবার) লাইন কেটে ফেলা ও স্থাপনায় হামলার টার্গেট বাস্তবায়নে গোপনে মাঠে নেমেছে। সাবমেরিন কেবলের সংযোগ কেটে দিয়ে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের প্রায় ১৩টি দেশের ১৫টি ল্যান্ডিং পয়েন্টের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ার জন্য পরিকল্পনা করছে তারা। নাশকতাকারী চক্রটি নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার খাত থেকে প্রায় ১২৩ কোটি টাকার আয় থেকেও বঞ্চিত করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্বাধীন দেশে বাস করে এই ধরনের নাশকতার পরিকল্পনা কারও কাম্য নয়। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিষয়: বিবিধ

৮৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305577
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৪
হতভাগা লিখেছেন : খালেদা তারেকসহ তাদের পুরো গুষ্টি এবং ২০ দলকে বঙ্গোপসাগরে চুবানে উচিত দিনে ৩ বার করে ।
305578
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৪
একনিষ্ঠ এক্টিভিষ্ট লিখেছেন : নানীর মুখে শুনা রূপকথার মত ব্যাপক বিনুদন পাইলুম ।
305596
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
305609
২২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
আনিসুর রহমান লিখেছেন : Campaign AMBA (AL) Style
305706
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:১৬
আল সাঈদ লিখেছেন : কোরআন এবং হাসিদের আলোকে জীবন না গড়লে কোনটা সত্য কোনটা মিথ্যা তা শুধু ধোয়াশাই থেকে যায় সারা জীবন।
আফসোস..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File