আন্দোলন করছেন কার জন্য?
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:০৯:৩৬ বিকাল
তিন বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধীদলের নেত্রী ও জননেতাদের বলছি। আপনারা কার জন্য রাজনীতি করছেন? প্রতিদিন পেপার,পত্রিকায়, মিডিয়া এবং নেটে চিৎকার করে বলছেন আপনারা জনগনের জন্য। জনগণ সরকারকে ছেড়ে দেবেনা, জনগন এর সমাধান করবে, জনগণ এর বিচার করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার বুঝতে খুবই কষ্ট হছে এই জনগণ কারা? তাহলে তো আপনাদের হিসেব অনুযায়ী জনগণই নিজেরা নিজেদের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে। জনগন নিজেরাই বার্ন ইউনিটে গিয়ে ভর্তি হচ্ছে এবং স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা ও আত্মীয় স্বজনদের শোকের সাগরে ডুবিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। আপনাদের হিসাবে কি ব্যাপারটা তাই নয়? আপনারা দেশের রাজনৈতিক নেতা এবং একটা বড় সময় নিয়ে দেশ শাসনও করেছেন। সাধারণ মানুষকে পুড়িয়ে মারা এবং মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করাই যদি আপনাদের রাজনীতি হয় তাহলে তার সমর্থন কি দেশের একজন জনগণের কাছ থেকে পাবেন? দয়া করে চিন্তা করে দেখুন। একবার নিজের ছেলেমেয়ে অথবা স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাকে বার্ন ইউনিটে পাঠান এবং দেখুন পরিবারের একজন সদস্য পুড়ে গেলে একই সাথে কতগুলো লোক নিঃস্ব হয়ে যায়। প্লীজ আন্দোলন করলে সত্যি জনগনের জন্য করুন। বার্ন ইউনিটকে হাসাপাতালেই থাকতে দিন। সারা দেশকে বার্ন ইউনিট বানাবেন না। তাতে জনগনের সমর্থন নেই বরং ঘৃণা আছে।
বিষয়: বিবিধ
৭৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন