অমিত শাহ্‌ এর সাথে ফোনালাপের পর বিএনপির এবারের মিথ্যাচার “অভুক্ত খালেদা জিয়া’’

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১৫:১২ বিকাল

সাধারন মানুষের সহানুভূতি লাভের আশায় বিএনপি এবার চাল চেলেছে। দেশবাসীকে জানানোর চেস্টা করছে যে গত ৫ দিন ধরে বিএনপির গুলশান কার্যালয়ে খাবার পৌঁছাতে দিচ্ছেনা পুলিশ। অমিত শাহ্‌ এর সাথে ফোনালাপের মিথ্যাচারের পর এবার জনগণকে বিভ্রান্ত করার এটি আরেকটি নতুন প্রচেষ্টা। বিএনপির প্রায় ১ মাসের বেশী সময় কালের এই স্বেচ্ছা নির্বাসনে ক্যামন আচ্ছেন বিএনপি নেত্রী? খবর নিয়ে জানা যায়, গুলশান কার্যালয়ে বেশ আলিসান জীবন যাপনই করছেন তিনি। আন্দোলনের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেগম খালেদা জিয়ার পছন্দের টাইলস লাগানো হয়েছিল এই অফিসে। এরই মধ্যে নেত্রীর পছন্দ হয়নি বলে কয়েক দফায় হাতিল/অঠবির খাট পরিবর্তন করা হয়েছে। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। এ কাজটি উনি সারছেন তার রুচি অনুযায়ী। কার্যালয়ে অবস্থিত রান্নাঘরে রান্নাও হচ্ছে নিয়মিত। কার্যালয়ের বাবুর্চির কাছে জানা যায়, হজমে সমস্যার কারনে ইদানীং তিনি তৈলাক্ত খাবার না খেয়ে সাধারন খাবার খাচ্ছেন এবং অন্যান্য পছন্দনীয় খাবারের পাশাপাশি প্রিয় করল্লা ভাজির মেনুটি প্রায়ই খাচ্ছেন তিনি। তাহলে কেন এই মিথ্যাচার?

বিষয়: বিবিধ

৭৮৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304780
১৬ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৬
রক্তলাল লিখেছেন : পাগলামি করতে হাইকোর্ট মাযারে যা!

তোর কথা কেউ পাত্তা দেয়না তারপরও গাঁজা টেনে এসব ছাইপাশ লিখছিস কেনো?

যা বাজারে যা - ফিলিপস বাত্তি কিনা লাগাইলে দেখবি সব ফকফকা। তখন খুনি হাসিনার আসল চেহারা দেখতে পাবি।
304782
১৬ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩২
হতভাগা লিখেছেন : উনি চিকেন ফ্রাই আর মুরগীর স্যুপের সাপ্লাই পাচ্ছেন না - সেটার জন্যই হয়ত অভুক্ত বলা হচ্ছে !

উনার কাছেই তো Sui 71 আছে , থাই স্যুপ আর চিকেন সাপ্লাইয়ের তো সমস্যা হবার কথা না !
১৬ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
246571
রক্তলাল লিখেছেন : কিন্তু সরকার তার খাবারের পিছনে পড়ল কেনো?

ডাকাত ডাকাতি করে বলে গৃহস্তের ঘরেতো এখনো অনেক সোনা আছে। আরে বেটা, তাই বলে তোরে ডাকাতির লাইসেন্স কে দিছে? গণপিঠুনি পড়লেই এসব ধানাই পানাই পালাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File