কোমলমতি এসএসসি পরীক্ষার্থীদের সময় খালেদা জিয়ার হরতাল-অবরোধ আহ্বান করা, এটা কোন সুচিন্তিত বিবেকবান রাজনৈতিক নেতা বা দলের সিদ্ধান্ত হতে পারে না

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৪:৩২ বিকাল

বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়ার নেতৃত্বে অবরোধের নামে নাশকতা শুরু হয়েছে। সোমবার এসএসসি পরীক্ষা শুরু হবে। কোমলমতি ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। অথচ রবিবার থেকে ৭২ ঘণ্টা হরতাল। এটা কোন সুচিন্তিত বিবেকবান রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত হতে পারে না। কোমলমতি শিশুরা পরীক্ষা দিতে যাবে হয়ত কোথাও কোন গাড়িতে পেট্রোলবোমা মেরে নিশ্চিহ্ন করে দেবে। খালেদা জিয়া পাকিস্তানের মতো দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছেন। তা না হলে স্বাধীনতার পর বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। কিন্তু অবরোধের নামে এক নাগাড়ে ২৭ দিন গাড়ি পোড়ানো, মানুষকে হত্যা করা, মা-বোনের কোল খালি এর আগে হয়নি। এগুলো করে যদি দাবি আদায় করা যেত তাহলে আল কায়েদা ইরাক দখল করে নিত, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়াসহ বহু জায়গা দখল করে নিতে পারত। কিন্তু তারা সফল হতে পারেনি। খালেদা জিয়াও সফল হতে পারবেন না। তাই খালেদা জিয়ার প্রতি আকুল আবেদন, অন্তত কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চলমান হরতাল-অবরোধ প্রত্যাহার করুন।

বিষয়: বিবিধ

৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File