ট্রেনকে নিশানা করে রাজনৈতিক সহিংসতা বা নাশকতা রোধে ট্রেনে যুক্ত হচ্ছে ইস্পাতের বগি
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০০:৫৪ বিকাল
বাংলাদেশ রেলওয়ের জন্য প্রায় ১২০টি ইস্পাতের তৈরি রেলের ব্রডগেজ কামরা সংযুক্ত করছে সরকার। এই কামরা বা বগিগুলো হবে আধুনিক এবং অগ্নি প্রতিরোধী। বগির বাইরের অংশ আগুন প্রতিরোধ করতে পারবে। এই বিশেষ ধরনের কামরাগুলো স্টেনলেস স্টিলের তৈরি বলে এতে আগুন লাগলেও ক্ষয়ক্ষতি অনেক কম হবে। এমন কী, ভারতে মাওবাদী-অধ্যুষিত নানা এলাকায় ট্রেনলাইনে পাতা বোমা কিংবা মাইন বিস্ফোরণেও এই আধুনিক কামরাগুলোর ক্ষতি তুলনায় অনেক কম হয়েছে। ফলে বাংলাদেশ রেলওয়েতে যেখানে ট্রেনকে নিশানা করে রাজনৈতিক সহিংসতা বা নাশকতার অনেক ইতিহাস আছে, সেখানে এই আধুনিক কামরাগুলো অনেক নিরাপদ ও উপযোগী হবে। এই কোচগুলোর মধ্যে বেশিরভাগই হবে শীতাতপনিয়ন্ত্রিত। কামরাগুলো ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলারও ক্ষমতা রাখবে। সরকারের এই উদ্যেগের ফলে ট্রেন যাতায়তে ফিরে আসবে এক সপ্নের ছোয়া
বিষয়: বিবিধ
৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন