কলম সৈনিকদের দায়-দায়িত্ব
লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৪:৪১:২৪ বিকাল
কলম লিখে চলেছে- মানুষ, সমাজ, রাষ্ট্র, সভ্যতার ইতিবৃত্ত। বয়ান করে চলেছে জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, দর্শন, শিল্পকলা। আঁচড় দিয়ে ফুটিয়ে তুলছে অনুভূতি, আবেগ, মতাদর্শ। সুখ, দুঃখ, প্রেম-অপ্রেম, প্রাপ্তি-অপ্রাপ্তি, হাস্যরস; বুনে চলেছে সব নিপুণ কৌশলে। ন্যায়-অন্যায়, সত্য-অসত্য কিছুই বাদ থাকছেনা। কলম হাজির করছে বিশ্বের সকল বিষয়। তাই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম। তবু এই কলমই যখন শয়তানের সহচর হয়ে উঠে, তখন মানবতা পায় চরম ভোগান্তি। মানুষের অধিকার ও ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা লুটিয়ে পড়ে ধুলায়। কলমধারীদের বিশ্বাসহনন, নিয়ে আসে গভীর অন্ধকার। আমরা চাইনা এই তমসা। কলমধারীদের হাতে চাই-সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা।
বিষয়: বিবিধ
৯৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন