অতলান্তে

লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ১০ এপ্রিল, ২০১৫, ০৪:৫১:৪৩ বিকাল



ডুবে যাচ্ছি অতলান্তে পৃথিবীর কোনো প্রান্তে-

নিঃশব্দতা ভেঙ্গে পড়ে কার চিৎকারে ?

খুঁজে যাচ্ছি সীমাহীন , ব্যর্থ রাত-দিন,

নির্বেদ হয়ে নির্বোধ অভিসারে ।

হৃদয়ের কাঁটাতার, নিন্দিত ব্যভিচার,

পেরিয়ে চলি জলের গভীরে;

পাহাড়ে নামে ঢেউ, শুনবেনা তবু কেউ

সূর্য ডুবেছে সিন্ধুর ওপারে ।

তবু ব্যস্ততমা নীল, নির্জনে বর্ণিল

নিয়ে এসো মৃত্যুর পয়গাম ।

ডুবে যাচ্ছি অতলান্তে, পৃথিবীর কোনো প্রান্তে-

কবিতার পরে রক্তে মোড়া খাম ।।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314113
১০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

ছন্দে ছন্দে কবিতা শব্দার্থব্যন্জক ভালোলাগায় পরিপূর্ন!

কবিতা এবং ছবি দুটোই খুব সুন্দর। শুকরিয়া!

314120
১০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
আরিফিন আল ইমরান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করবার জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File