প্রসন্ন

লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ১৫ অক্টোবর, ২০১৫, ০৮:২৭:০১ রাত

বিষন্ন রাত্রি, অসীম অন্ধকারে এনে দাও- প্রসন্নতার আভাস ;

নীরন্ধ্র আকাশের বুকে আঁকো অনিকেত আনন্দ।

আমরা বহুকাল বিদীর্ণ এই ধরাতলে,

বেঁচে আছি ভীষণ রক্ত ক্ষরণে ।

নিঃসীম চিন্তার আলোড়ন আমরা দেখিনি কতো দিন-

নীলাভ মেঘ কখনও ছুঁয়ে দেয়নি, আমাদের আলুলায়িত চুল।

দেব-দানব-গন্ধর্ব কেউ জানেনি এই সব মুহূর্তের বিলাপ।

পৃথিবীর সংকোচন-প্রসারণে,

আমরা তবু ধাবমান-ঠিক অশ্বারোহীর মত।

হয়তো ধূলির মত মিলাব কোথাও,

নয়তো লিখব নতুন উপাখ্যান।

বিষন্ন রাত্রি,

তাই অসীম অন্ধকারে এনে দাও- প্রসন্নতার আভাস।

নীরন্ধ্র আকাশের বুকে আঁকো অনিকেত আনন্দ।

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345822
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৫
বিবেকবান লিখেছেন : অনেক ভালো লাগল। অসাধারণ
345871
১৬ অক্টোবর ২০১৫ সকাল ০৭:১১
হতভাগা লিখেছেন : নীরন্দ্র , আলুলায়িত , গন্ধর্ব - এই শব্দগুলোর অর্থ কি ?


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File