অবদমন

লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ২০ মার্চ, ২০১৫, ০৩:৪১:১৩ দুপুর

একদিন-ক্ষমাহীন নিয়তির ছলে,

দিয়ে যাও বজ্র চিত্তের তলে ।

তারপর দিনভর রোদনের খেলা,

অতন্দ্র চেতনায় চলে যায় বেলা।

মেঘহীন পূর্ণিমা বিকশিত হলে,

ডুবে যায়-প্রজ্ঞা অস্তাচলে।

প্রেতের স্বরে ডাকে-নির্জন ক্ষণ,

সত্তার অতলে রক্তক্ষরণ।

শিখে নেয় চিত্ত-আত্নগোপন,

অন্তর সহকারে-শরীর দমন ।।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310068
২০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
310118
২০ মার্চ ২০১৫ রাত ১১:২১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কিন্তু কবিতার মানে কিছুই বুঝি নাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File