••• আমার সোনার বাংলা •••

লিখেছেন লিখেছেন জেলপেন ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৬:১৭ সকাল

তুমি নন্দিত, চরমোনাই পীর

লাখো মানুষের জলসায়,

আছো হেফাজত, তাবলীগ,

চরমোনাইদের ঈমানী চেতনায়।

তুমি মুফতী আমিনীর রক্তে আগুন ধরা

জ্বালাময়ী সে ভাষণ,

তুমি মাদ্রাসা-মক্তবে মিশে থাকা শায়খ হাফিজ্জীর স্বপন।

তুমি ছেলে হারানো শহীদমাতার ২০১৩'র দিনগুলী,

তুমি বুকের মাঝে আগলে রেখেছো

শাহ-জালালের পদধুলী।

তুমি পাঁচ কিংবা তার অধিক

হাজারো শহীদের প্রাণ,

তুমি শাপলাচত্বরে গুমরে উঠা স্বজনহারা সেই গান।

আমার প্রাণের বাংলা!

আমি তোমায় ভালবাসি,

তুমি বারো আউলিয়ার

পুন্যুভূমি,

তাই তোমায় ভালবাসি।

তুমি মুহিব খানের বিপ্লবী কবিতা-

"ইঞ্চি ইঞ্চি মাটি"

তুমি সীমাহীন ত্যাগে গড়ে উঠা ধর্মীয় রাজনীতির ঘাটি।

তুমি সুরের পাখি আইনুদ্দিনের দরদমাখা সেই গান,

তুমি মাওলানা ভাসানীর সর্বনাশা ফারাক্কামুখী অভিযান।

তুমি শাইখুল হাদীসের দীপ্ত ভাষায়

বোখারীর তাশরীহ,

তুমি চরমোনাই পীরের জবানে জারী মহান রবের তাসবীহ।

তুমি আল্লামা ওলিপুরী,মুফতী ওয়াক্কাসের

নতুন দেখা সেই ভোর,

তুমি মুহিউল ইসলাম জাতির চিন্তায়

গভীর অধ্যয়নে বিভোর।

তুমি "নাস্তিকমুক্ত বাংলা গড়ার"

তেজোদ্দীপ্ত হুঙ্কার,

তুমি লাখো মুমিনের দীপ্ত শপথে বেজে উঠো বারবার।

তুমি প্রতিটি পঙ্গু হেফাজতীর

অভিমানের সংসার,

তুমি দোয়া,মুনাজাত,রাতের তাহাজ্জুদে

কেঁদে উঠা হাহাকার।

আমার প্রাণের বাংলা ... ...

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305880
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৫৫
হতভাগা লিখেছেন : উনার ওয়াজে প্যান্ডেলের বাঁশ বেয়ে ওঠা নামা করার ইভেন্টটা এবার কেমন জমেছে ?
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৯
247491
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৮
247522
জেলপেন লিখেছেন : ইচ্ছে হলে দেখে আসতে পারেন!
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১১
247528
হতভাগা লিখেছেন : দেশের যে অবস্থা ! এত দূরে গিয়ে দেখা টাফ হবে । আপমারা তো উনার মুরিদ , নিশ্চয়ই সেখানে ছিলেন ? দুই চারটা ছবি দেন না ভাই ।

305972
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৮
জেলপেন লিখেছেন : টাফ হবে কেনো?
হুজুগে মন্তব্য করতে ভালো লাগে, না?
ছিলেন মানে কী?
এখনো তো শেষ হয় নি।
অবশ্য এবছর সেখানে যাওয়ার সৌভাগ্য হয় নি।
ছবি অনলাইন থেকে জোগাড় করতে পারেন!

(হতভাগারা চিরদিন বঞ্চিতই থাকে!)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File