√√√ বাস্তব কথা √√√

লিখেছেন লিখেছেন জেলপেন ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৩:১০:২৪ রাত

৩৬৪ দিন একটা মেয়েকে ধর্ষণ

করে ১দিন সুন্দর করে উন্নত সাবান

শ্যাম্পু দিয়ে গোসল

করিয়ে আকর্ষণীয় দামী পোশাক

পরিয়ে ফগ বা অন্য কোন

অতি উন্নত মানের পারফিউম

শরীরে ছিটালেও যেমনি তার

কুমারিত্ব আর ফিরে আসে না,

তেমনি সারা বছর

বিদেশী সংস্কৃতি নিয়ে মেতে থেকে,

বিদেশী কুত্তাদের পা চেঁটে বছরের

৩-৪টা দিন (১লা বৈশাখ,

২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই

ডিসেম্বর)

আমি বাঙালী বাঙালী চিত্কার

করলেই বাঙালী হওয়া যায় না ।

ফেসবুকের প্রোফাইলে জাতীয়

পতাকা দিয়ে বিশ্বরেকর্ড

করে বাঙালিত্ব দেখাচ্ছেন । কোথায়

থাকে আপনার বাঙালিত্ব- যখন

স্বাধিনতার ৪০-৪৩ বছর পরও ১১

হাজার

নেতাকর্মী মুক্তিযোদ্ধা খেতাব

পায়? নিজের সন্তানদের

ভালো চাকরি দেওয়ার

জন্য তখন কেন আপনি চুপ থাকেন?

যার কারণে আপনার চাকরিটা হয় না?

কোথায় থাকে আপনার বাঙালিত্ব-

যখন ৯৭ কোটি টাকা খরচ

করে সঙ্গিত গাওয়া হয়। আর

সত্যিকারের মুক্তিযোদ্ধারা এই

দুর্বিষহ

শীতে একটা ছেড়া লুঙ্গি গায়ে পেচিয়ে

শীত নিবারণের চেষ্টা করে ব্যার্থ

হন? কোথায় থাকে আপনার

মনুষ্যত্ব বাঙালিত্ব- যখন

একটা পথশিশু

দাঁতের উপর দাঁত চেপে থরথর

করে কাঁপে?

কোথায় থাকে আপনার বিবেক- যখন

অনাহারী শিশুদের মুখে একমুঠ ভাত

না দিয়ে আপনি বেনশন সিগারেট

খান?

কথাগুলো অনেক কষ্টে বলছি ভাই।

আগে মানুষকে ভালোবাসতে শিখুন।

তারপর দেশ এর

ভালোবাসা এমনি চলে আসবে।

সারাবছর শুনলেন

dollan baby,আর এখন

কয়েকটা দিন ‘এক সাগর রক্তের

বিনিময়ে’ গান শুনলেই আপনি বড়

দেশপ্রমিক হয়ে গেলেন? আবার

দেখা যাবে ১৬ তারিখে ফুল

দিতে গিয়ে সেকি কাণ্ড!

সুতরাং বুঝে শুনেই পা বাড়ান…… !

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290844
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৫৫
শেখের পোলা লিখেছেন : কিছু মুক্তি যোদ্ধাকে এবার কম্বল দেওয়া হয়েছে, পরের বার মাদুর, তার পর বালিশ৷ কত সৌভাগ্য তাদের৷ সাত কোটি বাঙ্গালীর জন্য আট কোটি কম্বল এল। দুঃখের বিষয় জাতির বাজান একটাও পায়নি৷
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:০২
234751
জেলপেন লিখেছেন : হ, ঠিকই!
290858
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০১
হতভাগা লিখেছেন : অস্থির পোস্ট
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:০৩
234752
জেলপেন লিখেছেন : ধইন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File