★ সত্যিকার ভালোবাসা ★
লিখেছেন লিখেছেন জেলপেন ২৩ নভেম্বর, ২০১৪, ০৬:১৫:৩৩ সকাল
________________________________________
হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আবদে রাব্বিহি রাযিয়াল্লাহু আনহু বাগানে কাজ করছিলেন। এমতাবস্থায় তাঁর ছেলে আসলেন। এসে বললেন, বাবা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেছেন। খবর শুনে আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। তাঁর মাথার উপর যেনো আকাশ ভেঙ্গে পড়লো।ছেলেকে বললেন, আমার জন্য ওযুর পানি নিয়ে এসো!
ছেলে পানি আনার পর ওযু করে নামাযে দাঁড়ালেন। নামায শেষে আল্লাহর কাছে দুআয় রত হলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তি ছিনিয়ে নাও! যে চোখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে পারবো না, সে চোখ আমি চাই না!
দেখতে দেখতে তাঁর দৃষ্টিশক্তি চলে গেলো!
* রাসূল সা.'র প্রেমে তাঁরা ছিলেন আত্মহারা!
বিষয়: বিবিধ
৮৬০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন