★★★ নির্যাতিত! ★★★
লিখেছেন লিখেছেন জেলপেন ১৯ নভেম্বর, ২০১৪, ১০:৩৫:৩৬ রাত
আবির নামের ছোট্ট শিশু
মরছে ধুঁকে ধুঁকে,
আমেরিকার ছোঁড়া বোমা
লেগেছে তার বুকে।
আসমা মরে নাবিল মরে
বলে না কেউ কিছু,
সবাই কেবল যাচ্ছে ছুটে
এক মালালার পিছু!
ফেলানিরা মরলে এখন
যায় না কারো মান,
নাটক করেই পায় মালালা
অ্যামনেস্টি সম্মান!
হাজার শিশু মরলে ধুঁকে
মাথা ব্যথা কার?
মালালারা পেয়েই যাবে
নোবেল পুরস্কার!
বিষয়: সাহিত্য
৯৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত ব্লগার নাছির আলী ভাইয়ের সাথে!
ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই!
মন্তব্য করতে লগইন করুন