★★★ নির্যাতিত! ★★★

লিখেছেন লিখেছেন জেলপেন ১৯ নভেম্বর, ২০১৪, ১০:৩৫:৩৬ রাত

আবির নামের ছোট্ট শিশু

মরছে ধুঁকে ধুঁকে,

আমেরিকার ছোঁড়া বোমা

লেগেছে তার বুকে।

আসমা মরে নাবিল মরে

বলে না কেউ কিছু,

সবাই কেবল যাচ্ছে ছুটে

এক মালালার পিছু!

ফেলানিরা মরলে এখন

যায় না কারো মান,

নাটক করেই পায় মালালা

অ্যামনেস্টি সম্মান!

হাজার শিশু মরলে ধুঁকে

মাথা ব্যথা কার?

মালালারা পেয়েই যাবে

নোবেল পুরস্কার!

বিষয়: সাহিত্য

৯৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285978
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৩৯
ফেরারী মন লিখেছেন : কবিতায় সুন্দর কিছু বিষয় ফুটে উঠেছে। ধন্যবাদ বেশী বেশী লিখুন
285992
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:২০
জেলপেন লিখেছেন : ♥
286002
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৫
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
286049
২০ নভেম্বর ২০১৪ রাত ০৩:০৬
নাছির আলী লিখেছেন : সহজ সন্দর সাবলিল ভাষায় বিষয় বস্তুকে ফুটিয়েছেন। ভালো লাগলো অনেক ধন্যবাদ।
২০ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৫
229476
কাহাফ লিখেছেন :
সহমত ব্লগার নাছির আলী ভাইয়ের সাথে!
ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই!Good Luck
286707
২২ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩৪
জেলপেন লিখেছেন : জাযাকুমুল্লাহ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File