★ ____ নাবিলা ____ ★ ----- মানসূর আহমাদ

লিখেছেন লিখেছেন জেলপেন ১৫ নভেম্বর, ২০১৪, ১১:৪৩:২২ রাত



____________________________

নাবিলা। দশ বছর বয়সের ছোট্ট এই

মেয়েটির বাড়ি পাকিস্তানের উত্তর

ওয়াজিরিস্তান প্রদেশে। এলাকারই

একটি স্কুলে ক্লাস ফোরে পড়ে সে।

তার বাবার নাম আব্দুল আহাদ।

তিনি উত্তর ওয়াজিরিস্তানের

একটি ইসলামী এনজিওতে চাকরি করেন।

বেতনের পরিমাণ নেহায়েত কম। যার

কারণে পরিবারের সদস্য কম

থাকা সত্ত্বেও টেনেটুনে চলতে হয়।

আগামী শনিবার নাবিলার জন্মদিন।

আব্দুল আহাদ সাহেব বৃহস্পতিবার

রাতে স্ত্রীকে বললেন,

শনিবারে নাবিলার জন্য

ভালো একটি পোশাক আনবো।

কী বলো?

: হ্যাঁ, তাই করো।

মেয়েটা পুরনো কাপড়ে সব সময়

স্কুলে যায়। অন্তত

জন্মদিনে তাকে একটা নতুন

জামা দাও।

আজ শনিবার। নাবিলা স্কুলে গেছে।

আব্দুল আহাদ সাহেব অফিস

থেকে ফেরার সময় মার্কেটে গেলেন।

সুন্দর

দেখে ভালো একটি জামা কিনলেন

নাবিলার জন্য।

ফিরতে বিকেল হয়ে গেলো।

নাবিলাদের স্কুল পেরিয়ে বাড়ির

দিকে কিছু এগিয়েছেন। দেখেন

একটি ময়দান মতো জায়গায় মানুষের

বেশ জটলা।

সেখানে গিয়ে তিনি বাকরুদ্ধ

হয়ে গেলেন। দুটি মেয়ের রক্তাক্ত

লাশ মাটিতে পড়ে রয়েছে। তার একজন

নাবিলা! আরেকজন তার ক্লাসমেট

মারিয়া।

নাবিলাকে ধরে তিনি আর্তনাদ

করে উঠলেন।

আধঘণ্টা আগে এদিকে একটি ড্রোন

চক্কর দিয়ে চলে গেছে। মেয়েরা তখন

খেলায় ছিলো। ড্রোন

দেখে অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও

মারিয়া আর

নাবিলা পেছনে পড়ে গেলো। আর

তখনই ড্রোন থেকে তাদের

কাছে একটি বোমা পড়লো। রক্তাক্ত

শরীরে কাতরাতে কাতরাতে ফুটফুটে দুটি শিশু

নিস্তেজ হয়ে গেলো!

আব্দুল আহাদ সাহেব নাবিলার লাশ

নিয়ে পাগলের

মতো দৌঁড়াতে লাগলেন।

পেছনে পড়ে রইলো তার পোশাকের

ব্যাগ। ... ...

________________________

পুনশ্চঃ ইসলামী এনজিও দেখে কেউ

ভুল বুঝবেন না। NGO = Non

Government Organization.

অর্থাৎ, প্রত্যেক

বেসরকারি সংস্থাকেই এনজিও

বলা যায়।

তবে আমাদের দেশে যেহেতু

অনৈসলামিক এনজিও বেশি,

একারণে আমরা বুঝি এনজিও মানেই

ইসলাম বিরোধী সংগঠন।

আসলে ইসলামী এনজিও ও আছে।

বিষয়: আন্তর্জাতিক

১০১১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284604
১৬ নভেম্বর ২০১৪ রাত ১২:০৮
ফেরারী মন লিখেছেন : কষ্ট লাগলো মেয়েটার জন্য Sad নতুন জামাটা পরতে পারলো না
284605
১৬ নভেম্বর ২০১৪ রাত ১২:০৮
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ
284636
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪৬
কাহাফ লিখেছেন :
এদের কথা কোথাও আসবে না!এরা তো মালালাদের মত ইসলামী সমাজের বিরোদ্ধাচারণ করতে পারে না বরং ইসলামী সুমহান আদর্শ সমাজে প্রতিষ্ঠার প্রয়াস চালায়!
অনেক অনেক শুভ কামনা নাবিলাদের জন্যে!!!
জাযাকুমুল্লাহু খাইরান জানাই,,,,,, Rose Rose Rose
285976
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৩৬
জেলপেন লিখেছেন : জাযাকুমুল্লাহ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File