___ নতুন দিনের ডাক ___ ________ মানসূর আহমাদ
লিখেছেন লিখেছেন জেলপেন ১৫ নভেম্বর, ২০১৪, ০৬:৫২:৫৩ সন্ধ্যা
নতুন দিনের ডাক দিয়ে যাই
সত্য ন্যায়ের গাই রে গান,
হকের ঝাণ্ডা বুলন্দ করে
জাগ রে আবার মুসলমান।
হকের ছায়ায় আস রে সবাই
দীনের তরে আওয়াজ তোল,
বাতিল সকল দূর হয়ে যাক
পাল্টে দে রে ওদের বোল।
নতুন দিনের ডাক দিয়ে যাই
নতুন সুরে গাই রে গান,
সব অভিশাপ ঝেরে মুছে
জাগবে আবার মুসলমান।
বিষয়: সাহিত্য
১০৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন