___ নতুন দিনের ডাক ___ ________ মানসূর আহমাদ

লিখেছেন লিখেছেন জেলপেন ১৫ নভেম্বর, ২০১৪, ০৬:৫২:৫৩ সন্ধ্যা



নতুন দিনের ডাক দিয়ে যাই

সত্য ন্যায়ের গাই রে গান,

হকের ঝাণ্ডা বুলন্দ করে

জাগ রে আবার মুসলমান।

হকের ছায়ায় আস রে সবাই

দীনের তরে আওয়াজ তোল,

বাতিল সকল দূর হয়ে যাক

পাল্টে দে রে ওদের বোল।

নতুন দিনের ডাক দিয়ে যাই

নতুন সুরে গাই রে গান,

সব অভিশাপ ঝেরে মুছে

জাগবে আবার মুসলমান।

বিষয়: সাহিত্য

১০৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284530
১৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৪৫
233073
জেলপেন লিখেছেন : Crying Angel
284535
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:০০
ফেরারী মন লিখেছেন : এক কথায় অসাম হয়েছে ভাই অসাম... চালিয়ে যান
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৪৭
233074
জেলপেন লিখেছেন : ধন্যবাদ! পাশে থাকবেন!
284556
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৩
ঈগল লিখেছেন : সেই দিনের প্রত্যাশা থাকা ভালো, কিন্তু নিজেকেও কিছু দায়িত্ব নিতে হবে।
284595
১৫ নভেম্বর ২০১৪ রাত ১১:৩১
জেলপেন লিখেছেন : জাযাকুমুল্লাহ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File