ছালসাবিলের ভালোবাসা Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ০৯ জুলাই, ২০১৫, ০৮:২৪:৫২ সকাল



(প্রিকোশন: রসুল (সা) এর নাম পড়ার সময় নিজ থেকে সাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম পড়ে নিতে ভুলবেন না কিনতু Day Dreaming)

মানুষের মাঝে শ্রেষ্ট মানব

আমার প্রাণের রাসুল ভাই,

আসুন আমরা তাহার কিছু

বৈশিষ্ট জেনে যাই।

Big Hug

মাঝাড়ি গড়নের ছিলেন তিনি

না লম্বা না বেটে,

কাধগুলো তার ছিলো প্রশস্ত

যেন বীরের বেশে।

Love Struck

মাথায় ছিলো কালো চুল

কাধ বরাবর ঝুলা,

দেখতে যেন অপূর্ব সুন্দর

যায়না তাহা ভোলা।

Day Dreaming

পড়তেন তিনি লাল চাদর

সবচেয়ে সুন্দর তিনি,

সাদাকাপড় ও পড়তেন তিনি

জেনে নাও ভাই এখখুনি।

Loser

পৃথিবীতে যত মানুষ এসেছে ভাই

তাহার চেয়ে সুন্দর গড়ন

আর যে কাহারো নাই।

Love Struck

চুল ছিলো তার নয়যে সোজা

আবার নয় যে কোকড়ানো,

সবগুলো চুল কালো ছিলো

দুই একটি চুল পাকানো।

Love Struck

কাধের মাঝে ছিলো তাহার

নবুয়াতের প্রমান,

দেখতে ছিলো পর্দার ঘুন্টির মতো

চুমু খেয়েছেন সাহাবান।

Day Dreaming

সর্বচ্চ সুন্দর চরিত্র ছিলো

আমার প্রানের নবীজির,

সেই আলোকে ধারণ করে

মোরা গড়বো আপন জীবন নীড়।


Thumbs Up Day Dreaming

(বুখারী ও মুসলিমের হাদীসের আলোকে লেখা, অনুকরণ: ফাতিমাপপপু)



বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329285
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:২৮
হতভাগা লিখেছেন : নবীজী মুসলমানদের সবার কাছেই ভালবাসার পাত্র ।

আপনার এখনকার ভালবাসার পাত্রী কে (লেটেস্ট) : অপি বাইদান ?
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৪
271576
ছালসাবিল লিখেছেন : ভাইয়া Love Struck নবীজকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। তাই নিজের ভালোবাসা তার জন্য সব সময়। তবে এই ভালোবাসা শুধু কথায় নয় কাজেও পরিনত করার নাম ই ভালোবাসা। Love Struck

অপিকে তালাক দিবো ভাবতেছি Tongue খুউব দুষ্ট হয়েগেছে Smug পিটুর উপর পিটু দিলেও কথা শুনছে না। Smug

(কানে কানে: মডুদের আত্বিয় মনেহয় Smug কবে যে আমাকেই ব্যান করবে ঠিক নাই Tongue )
329297
০৯ জুলাই ২০১৫ দুপুর ১২:১৪
পুস্পগন্ধা লিখেছেন :
তাহার বর্ণনা এত ছোট নয়
হাত পায়ের সৌন্দর্যেও অনন্য হয়ে রয়।
চোখের মাধুর্যের নাঝেও যে ঝলক আছে
তাহাকে কেমনে ফেলে যান পাছে?..........
০৯ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৩
271587
ছালসাবিল লিখেছেন : জানি আমি সবে,
কি করবো বলুন তবে,Worried
এতত কিছু লিখতে গেলে,
লাইন বড় হয়ে যায়, Angel
তাইতো সংক্ষেপ করে লিখলাম,
পরে আরোও লিখবো কথা দিলাম তাই। Smug

আপপপপি, আসসালামু আলাইকুম Love Struck Love Struck
329305
০৯ জুলাই ২০১৫ দুপুর ০১:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লেগেছে, আরো লিখুন। ধন্যবাদ..
০৯ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৪
271591
ছালসাবিল লিখেছেন : লিখতেই রয়েছি ভাইয়া Love Struck আপনিও লিখুন Love Struck আপনাকে অনেনেনেনেক ধন্যবাদ Love Struck
329370
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।

পড়তেন তিনি লাল চাদর

সবচেয়ে সুন্দর তিনি,

সাদাকাপড় ও পড়তেন তিনি

জেনে নাও ভাই এখখুনি।


লাল চাদরের ব্যাপারে তথ্য চাই সম্ভব হলে জানাবেন।
১০ জুলাই ২০১৫ রাত ১২:২৬
271714
ছালসাবিল লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া Love Struck ইয়ামেনী লাল চাদর পড়তেন। একবারে লাল নয়, লাল চাদরের মাঝে অন্য কোন রংয়ের কিছু থাকা। কেননা ইয়ামেনি চাদরে কালো রংয়ের স্ট্রাইপ থাকতো। Love Struck Love Struck

মুসনাদে আহমাদের হাদীসে সম্পুর্ন লাল পড়া নিষেধ করা হয়েছে। তবে অন্য রং যুক্ত থাকলে তা পড়া যাবে। Love Struck Love Struck Smug
১০ জুলাই ২০১৫ রাত ০১:০৪
271723
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওকে ধন্যবাদ। কেমন আছেন আপনি!?
329379
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
এ,এস,ওসমান লিখেছেন : জাযাকাল্লাহয় খায়েরান
১০ জুলাই ২০১৫ রাত ১২:২৬
271715
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন Love Struck কাইফা হালদীনকাল Love Struck Love Struck
১০ জুলাই ২০১৫ রাত ০১:০৩
271722
এ,এস,ওসমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। আলহামদুল্লিলাহ।
তো ভাইজান আপনার কিতা খবর Surprised Surprised Love Struck Love Struck
১০ জুলাই ২০১৫ সকাল ০৬:১৮
271748
ছালসাবিল লিখেছেন : আমার দীনকাল ধরাছোয়ার বাহিরে আছে Smug Love Struck
329410
০৯ জুলাই ২০১৫ রাত ১১:৪৬
ক্ষনিকের যাত্রী লিখেছেন : সুন্দর। ভালো লাগলো। জাযাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
১০ জুলাই ২০১৫ রাত ১২:২৭
271716
ছালসাবিল লিখেছেন : আজকে আপনাকে বিড়াল উপহার দিবো নাহ Smug Smug
329499
১১ জুলাই ২০১৫ রাত ০২:৪৩
১১ জুলাই ২০১৫ সকাল ০৮:০৮
271820
ছালসাবিল লিখেছেন : Love Struck ভালো ভালো আননননটি Tongue
১৪ জুলাই ২০১৫ রাত ০২:০৭
272090
বৃত্তের বাইরে লিখেছেন : আন্টি ডেকে লাভ নেই বাছা।Sad আমার বিবাহ যোগ্গা কোনো কনননননননা সন্তান নেইSmug
১৪ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৩
272112
ছালসাবিল লিখেছেন : কে বোলেছে মেয়ে সন্তান না থাকলে আন্টি ডাকা যাবে না Smug Smug সন্তান না থাকলেও আপনি আমার আন্টি আন্টি আন্টি Smug Smug

Surprised কনননননননা নেই তার মানে কি ছেলে সন্তান আছে Crying Smug আন্টি Crying
১৮ জুলাই ২০১৫ রাত ০৮:৫৭
272758
বৃত্তের বাইরে লিখেছেন : পিছে ঘুরে লাভ নেই, পুত্রের ঘরের নাতনীর বয়স দুই বছরWorried নাতনীর পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারাক।Smug ভিশু ভাইকেও ঈদের শুভেচ্ছা।Happy
১৯ জুলাই ২০১৫ রাত ১২:০৫
272807
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue Smug Smug ভাল্লাক্সে
330319
১৭ জুলাই ২০১৫ রাত ০২:১৭
মাটিরলাঠি লিখেছেন :
"পৃথিবীতে যত মানুষ এসেছে ভাই
তাহার চেয়ে সুন্দর গড়ন
আর যে কাহারো নাই।" -অসাধারণ। জাজাকাল্লাহু খাইরান। Rose Rose

১৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
272613
ছালসাবিল লিখেছেন : Love Struck ভাইয়া থ্যাংক ইউ Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File