ছালসাবিলের ভালোবাসা
লিখেছেন লিখেছেন ছালসাবিল ০৯ জুলাই, ২০১৫, ০৮:২৪:৫২ সকাল
(প্রিকোশন: রসুল (সা) এর নাম পড়ার সময় নিজ থেকে সাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম পড়ে নিতে ভুলবেন না কিনতু )
মানুষের মাঝে শ্রেষ্ট মানব
আমার প্রাণের রাসুল ভাই,
আসুন আমরা তাহার কিছু
বৈশিষ্ট জেনে যাই।
মাঝাড়ি গড়নের ছিলেন তিনি
না লম্বা না বেটে,
কাধগুলো তার ছিলো প্রশস্ত
যেন বীরের বেশে।
মাথায় ছিলো কালো চুল
কাধ বরাবর ঝুলা,
দেখতে যেন অপূর্ব সুন্দর
যায়না তাহা ভোলা।
পড়তেন তিনি লাল চাদর
সবচেয়ে সুন্দর তিনি,
সাদাকাপড় ও পড়তেন তিনি
জেনে নাও ভাই এখখুনি।
পৃথিবীতে যত মানুষ এসেছে ভাই
তাহার চেয়ে সুন্দর গড়ন
আর যে কাহারো নাই।
চুল ছিলো তার নয়যে সোজা
আবার নয় যে কোকড়ানো,
সবগুলো চুল কালো ছিলো
দুই একটি চুল পাকানো।
কাধের মাঝে ছিলো তাহার
নবুয়াতের প্রমান,
দেখতে ছিলো পর্দার ঘুন্টির মতো
চুমু খেয়েছেন সাহাবান।
সর্বচ্চ সুন্দর চরিত্র ছিলো
আমার প্রানের নবীজির,
সেই আলোকে ধারণ করে
মোরা গড়বো আপন জীবন নীড়।
(বুখারী ও মুসলিমের হাদীসের আলোকে লেখা, অনুকরণ: ফাতিমাপপপু)
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার এখনকার ভালবাসার পাত্রী কে (লেটেস্ট) : অপি বাইদান ?
অপিকে তালাক দিবো ভাবতেছি খুউব দুষ্ট হয়েগেছে পিটুর উপর পিটু দিলেও কথা শুনছে না।
(কানে কানে: মডুদের আত্বিয় মনেহয় কবে যে আমাকেই ব্যান করবে ঠিক নাই )
তাহার বর্ণনা এত ছোট নয়
হাত পায়ের সৌন্দর্যেও অনন্য হয়ে রয়।
চোখের মাধুর্যের নাঝেও যে ঝলক আছে
তাহাকে কেমনে ফেলে যান পাছে?..........
কি করবো বলুন তবে,
এতত কিছু লিখতে গেলে,
লাইন বড় হয়ে যায়,
তাইতো সংক্ষেপ করে লিখলাম,
পরে আরোও লিখবো কথা দিলাম তাই।
আপপপপি, আসসালামু আলাইকুম
পড়তেন তিনি লাল চাদর
সবচেয়ে সুন্দর তিনি,
সাদাকাপড় ও পড়তেন তিনি
জেনে নাও ভাই এখখুনি।
লাল চাদরের ব্যাপারে তথ্য চাই সম্ভব হলে জানাবেন।
মুসনাদে আহমাদের হাদীসে সম্পুর্ন লাল পড়া নিষেধ করা হয়েছে। তবে অন্য রং যুক্ত থাকলে তা পড়া যাবে।
তো ভাইজান আপনার কিতা খবর
https://www.youtube.com/watch?v=2ZQXm-83S6I
কনননননননা নেই তার মানে কি ছেলে সন্তান আছে আন্টি
"পৃথিবীতে যত মানুষ এসেছে ভাই
তাহার চেয়ে সুন্দর গড়ন
আর যে কাহারো নাই।" -অসাধারণ। জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন