অসুস্থ লোকের রোযার রাখার হুকুম
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৮ জুন, ২০১৫, ০২:২৬:৫১ দুপুর
অসুস্থ লোকের রোযার রাখার হুকুম:
=====================
আল্লাহ বলেন, وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ "যে ব্যক্তি অসুস্থ হবে বা সফরে থাকবে, সে রোযা ভঙ্গ করে, পরবর্তীতে তা কাযা আদায় করবে।" (বাকারা: ১৮৫)
এই আয়াত অনুযায়ী শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য রোযা ভঙ্গ করে পরে তা কাযা আদায় করা জায়েয। তবে সামান্য অসুখ যেমন- মাথা ব্যাথা, সর্দি, কাশি ইত্যাদির কারণে রোযা ভঙ্গ করা জায়েয হবে না।
= অভিজ্ঞ ও বিশ্বস্থ ডাক্তার যদি কারো সম্পর্কে এই মত পোষণ করেন যে, রোযার কারণে সে অসুস্থ হয়ে যেতে পারে বা রোগ বেড়ে যেতে পারে বা রোগ সারতে বিলম্ব হতে পারে, তবে এ অবস্থায় তার জন্য রোযা ভঙ্গ করা জায়েয হবে।
= অসহনীয় ক্ষুধা, প্রচন্ড পিপাসায় জীবন বিপন্ন হওয়ার আশংকা হলে অথবা দেহের কোন অঙ্গের বিপদজনক ক্ষতির আশংকা হলে রোযা ভঙ্গ করে পরবর্তী সময়ে ক্বাযা আদায় করে নিবে। যারা অত্যধিক পরিশ্রমের কাজ করে তারা রোযা রাখার নিয়ত করবে। তাদের রোযা ভাঙ্গার কোন সুযোগ নেই। কেননা সে পরিশ্রম কমিয়ে দিয়ে রোযা রাখতে পারে। তবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে জীবন বিপন্ন হওয়ার আশংকা হলে, রোযা ভঙ্গ করে পরে ক্বাযা আদায় করে নিবে।
= অসুস্থাবস্থায় রোযা ভঙ্গ করে পরবর্তীতে ক্বাযা আদায় করার সময় না পেয়ে যদি মৃত্যু বরণ করে, তবে তার উপর বা তার নিকটাত্মীয়দের উপর তার উক্ত রোযার ব্যাপারে শরয়ী কোন দায়বদ্ধতা নেই।
= তবে সুস্থ হয়ে ক্বাযা আদায় করার সময় পাওয়ার পরেও যদি তা আদায় না করে এবং সে মৃত্যু মুখে পতিত হয় তবে, তার রেখে যাওয়া সম্পদ থেকে- ভঙ্গ করা প্রতিটি রোযার ফিদিয়া প্রদান করতে হবে।
= যে ব্যক্তি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত- যা ভাল হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং বার্ধক্য জনিত কারণে যিনি (অতি বৃদ্ধ পুরুষ বা মহিলা) রোযা রাখতে অক্ষম, তিনি প্রতি রোযার বদলে দৈনিক একজন গরীবকে পূর্ণভাবে এক বেলা অন্ন দান করবেন, যা ফিদিয়া বলে পরিচিত। অতঃপর তাদেরকে ক্বাযা আদায় করতে হবে না। এই খাদ্যের পরিমাণ হলো অর্ধ সা' তথা প্রায় সোয়া কেজীর কাছাকাছি পরিমাণ। খাদ্য বস্তুটি অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হিসেবে স্বীকৃত হতে হবে।
সংগ্রীহিত
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশী কথা বললেই সমস্যা
আমার কোন ক্রেডিট নাই
আআআআআ টাইপকরার কি বোর্ড নষ্ট হলে মাফ করা হলো
মন্তব্য করতে লগইন করুন