শুভ সংবাদ, শুভ সংবাদ
লিখেছেন লিখেছেন ছালসাবিল ০১ জুন, ২০১৫, ০৮:৫৫:১৩ রাত
ভাইয়া ও আপপপুরা আপনাদের জন্য একটি শুভ সংবাদ নিয়ে আমি হাজির হলাম। জলদি আসুন, সংবাদ গ্রহণ করুন।
-
-
-
-
-
-
--
-
--
--
-
--
মানুষ মাত্রই ভুল করবে এটা আল্লাহর সৃষ্টির এক অলংঘনীয় নিয়ম। এর মাঝে আমরা সবাই রয়েছি। এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে, "আমি কোন ভুল করি নাই" আশাকরি এরকম সাহস ০% এই ব্লগে।
কেননা যে ভুল করেনা সে হোচ্ছে "ফেরেশতা"।
রসুল (ছা) বলছেন, প্রত্যেক আদম সন্তান ভুল কারী আর উত্তম ভুলকারী তওবা কারী (তিরমিযি)
আমি স্বাক্ষ্যদিচ্ছি আমি ভূলকারী আবার সঠিক পেলে তওবাকারী।
রসুল (ছা) বলেছেন, মানুষকে সুসংবাদ দিতে। তাই আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই। যেই সুসংবাদ আপনাদের হৃদয়কে ভরে দিবে ইনশা আল্লাহ।
আমরা পাপ করি, তবে আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি ও দুআ করি আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করবেনই এতে কোন সন্দেহ করি না।
আসুন দেখি কেন? কি কারনে? কিসের তাকতে আমরা এরখম বলি?
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي عَامِرُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ، ثُمَّ الْحُبُلِيِّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلاً مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلاَئِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلاًّ كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ ثُمَّ يَقُولُ أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ فَيَقُولُ لاَ يَا رَبِّ . فَيَقُولُ أَفَلَكَ عُذْرٌ فَيَقُولُ لاَ يَا رَبِّ . فَيَقُولُ بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً فَإِنَّهُ لاَ ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيَقُولُ احْضُرْ وَزْنَكَ فَيَقُولُ يَا رَبِّ مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلاَّتِ فَقَالَ إِنَّكَ لاَ تُظْلَمُ . قَالَ فَتُوضَعُ السِّجِلاَّتُ فِي كِفَّةٍ وَالْبِطَاقَةُ فِي كِفَّةٍ فَطَاشَتِ السِّجِلاَّتُ وَثَقُلَتِ الْبِطَاقَةُ فَلاَ يَثْقُلُ مَعَ اسْمِ اللَّهِ شَيْءٌ "
. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
হাদ্দাসানা সুআইদুবনু নাছর আখবারানা আব্দুল্লাহ ইবনু মাবারাক আন্ লাইস ইবনু সা'আদ হাদ্দাসানি আ'মার ইবনু ইয়াহহিয়া আন্ আবি আবদুর রাহমান আল মাআফিরি কলা সামি'য়তু আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি:
আল্লাহ তা’আলা কিয়ামতের দিন আমার উম্মতের এক ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন। তার সামনে নিরানব্বইটি (আমলনামার) নিবন্ধন খাতা খুলে দিবেন। এক একটি নিবন্ধন খাতা হবে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত বিস্তৃত।
অতঃপর তাকে প্রশ্ন করাহবে: এর একটি কিছুও কি অস্বীকার করতে পার? আমার সংরক্ষণকারী লিপিকারগণ কি তোমার উপর কোন জুলুম করেছে?
লোকটি বলবে: না, হে আমার রব।
আল্লাহ তা’আলা বলবেন, তোমার কিছু বলার আছে কি? লোকটি বলবে: না, হে আমার রব।
তিনি (আল্লাহ) বলবেন: হ্যাঁ, আমার কাছে তোমার একটি নেকী আছে। আজ তো তোমার উপর কোন জুলুম হবে না।
তখন একটি ছোট্ট কাগজের টুকরা বের করা হবে। যাতে লেখা থাকবে "أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু"- আমি সাক্ষ্য দিচ্ছি যে, কোন ইলাহা নেই। আল্লাহ ছাড়া আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।
আল্লাহ তা’আলা বলবেন: যাও এটাকে ওজন করে নাও। লোকটি বলবে:ওহে আমার রব, এই একটি ছোট্র টুকরা আর এতগুলো নিবন্ধন খাতা। কোথায় কি?
তিনি (আল্লাহ) বলবেন: তোমার উপর অবশ্যই কোন জুলুম করা হবে না।
অনন্তর সবগুলো নিবন্ধন খাতা এক পাল্লায় রাখা হবে আর ছোট্র সেই টুকরাটিকে আরেক পাল্লায় রাখা হবে। (আল্লাহর কি মহিমা) সবগুলো দপ্তর (ওযনে) হালকা হয়ে যাবে আর ছোট্র টুকরাটিই হয়ে পড়বে ভারি। আল্লাহর নামের মুকাবেলায় কোন কিছুই ভাড়ী হতে পারে না।
হাদীসটি সহিহ: তিরমিযি হা/২৬৩৯- হাদীসের শব্দাবলী ইমাম আবু ইসা তিরমিযি (রহ) এর। ইবুন মাজাহতে এই হাদীসটি রয়েছে হা/৪৩০০, ইবনু হিব্বানে রয়েছে হা/২২৫, বায়হাক্কী, মুস্তাদরাক হাকিম, যাহাবীর তা'লীক্বস এ এই হাদীস রয়েছে।
ইমাম তিরমিযি (রহ) বলেন: হাদীসটি হাসান গারীব।
ইমাম হাকীম (রহ) বলেন: মুসলিমের শর্তে সহীহ।
ইমাম যাহাবী (রহ) বলেন: মুসলিমের শর্তে সহীহ।
শায়খ নাসিরুদ্দিন আলবানী (রহ) বলেন: হাদীসটি সহীহ।
(সংগ্রহ: ফজায়েলে আমাল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফাজিলাত, হাদীস নং-২৪, সংকলক: আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, প্রকাশনায়: আলবানী একাডেমী, যোগাযোগ: ০১১৯৯-১৪৯৩৮০, ০১৬৮১-২৭৬৭২৪, চতুর্থ প্রকাশ: অক্টোবর,২০১২, প্রাপ্তিস্থান: হুসাইন আল-মাদানী প্রকাশনী, ফোন: ৭৭১১৪২৩৮, ৯৫৬৩১৫৫, মূল্য: ৪৮০ টাকা মাত্র)
___> এতত বড় ঠিকানা দিলাম যেন কেউ আবার আমাকে সন্দেহ না করেন যে কোথায় পেলাম
আমি অন্তর থেকে সাক্ষ্য দেই: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
আমি দৃঢ় আশারাখি এই একজন হলেও আমি হবোই ইনশা আল্লাহ।
___>
এই যে দাড়ান একটু তবে এই ফাজিলাত পেতে হলে কিছু সর্ত আছে জনাব/জনাবা
নিচে ফলো করুন
১) أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ বিষয়ে সম্মক জ্ঞান থাকতে হবে। শিরর্ক করা যাবে না
২) দৃঢ় বিশ্বাস পোষন করতে হবে। কোনরুপ সন্দেহ ছাড়াই
৩) অন্তরে বিশ্বাস রাখা ও জিহবা দিয়ে তা স্বিকার করতে হবে।
৪) আল্লাহর কাছে আত্বসমর্পন করে যথাযথ ইসলাম অনুসরণ করতে হবে
৫) ইখলাস বা নিয়ত ঠিক রাখতে হবে।
৬) কালেমা তাইয়েবার প্রতি ভালোবাসা থাকতে হবে
৭) তাগুতের ইবাদাত করা যাবে না
৮) অন্তরে সর্বদাই কালেমা أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ উচ্চারণ করতে হবে
ইয়া আইয়ূহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু। হে মানব সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হবে।
___>
আমি জানি আপনি এগুলো সবববই পারবেন ও পারেন
অতএব সুসংবাদ আপনার জন্য হে মুসলিম ভাইয়া/আপপপুরা আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি (চিল্লানোর ইমো হবে-গলা ফাটিয়ে)
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু
আপপু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু
আপপপু জাজাকিল্লাহ।
আমার বিরাল কই
ভাইয়া পুটির আম্মু এবং তাহার ছোট বনু কেমন আছেন
মন্তব্য করতে লগইন করুন